X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মনোহরদীর পৌর মেয়র হলেন আ.লীগের আমিনুর রশিদ সুজন

নরসিংদী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ০০:২৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০০:২৪

নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এ ফলাফল জানানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল মান্নান পেয়েছেন ৪০২ ভোট, মোবাইলফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ ৩৭২ ভোট, নৌকা প্রতীকের আওয়ামী লীগের আমিনুর রশিদ আট হাজার ৮৮২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপির মাহমুদুল হক ৫৮৫ ভোট পেয়েছেন। পরে নৌকা প্রতীকের আওয়ামী লীগের মোহাম্মদ আমিনুর রশিদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বোতাম টিপে ভোট দিয়েছেন মনোহরদী পৌর এলাকার ভোটাররা। নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় শ্রেণির এই পৌরসভাটির ৯টি ভোটকেন্দ্রের ৪০টি ভোটকক্ষে এই ভোট গ্রহণ হয়।

মোট ১৩ হাজার ৭৯৮ জন ভোটারের মধ্যে পুরুষ ছয় হাজার ৫৮০ ও নারী ৭ হাজার ২১৮ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ১০ হাজার ২৪১টি। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মোট ৯টি ভোটকেন্দ্রে ৯টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, ডিবির দুটি টিম দায়িত্ব পালন করে। প্রতিটি কেন্দ্রে আট জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাতটি চেকপোস্টে অবস্থানসহ মোট ৩০০ পুলিশ সদস্য নির্বাচনের মাঠে ছিল।

সরেজমিনে অন্তত পাঁচটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সবগুলো ভোটকেন্দ্রেই ভোট দিতে আসা স্থানীয় লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থাকলেও প্রশাসন ও পুলিশের তৎপরতায় সবকিছু স্বাভাবিক ছিল। সকাল ৯টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের চক মাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তিকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান। পরে বিকালে তাকে ছেড়ে দেওয়া হয়। বিকাল পর্যন্ত সরদার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে বেশকিছু ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট না মেলায় তারা ভোট দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া যায়।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মেজবাহ উদ্দিন জানান, মনোহরদী পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ইভিএম মেশিনে ভোট দিয়েছেন পৌরসভার ভোটাররা। মোট ১০ হাজার ২৫০ জন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়েছে। মোট বৈধ ভোটের সংখ্যা ১০ হাজার ২৪১টি। ৭৪ দশমিক ২৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ