X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিশু তানভীর হত্যা মামলায় চাচির যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৯

মানিকগঞ্জ সদরের জয়নগর গ্রামের শিশু তানভীর হত্যা মামলায় চাচি চায়না বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এই আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিটি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩০ মে সকালে শাশুড়ি সখিনা বেগমকে তিন বছরের ছেলে তানভীরকে দেখতে বলে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে যান শিশুটির মা কমলা বেগম। পরে পূর্বশত্রুতার জেরে শিশুটিকে বাড়ির পাশের কালীগঙ্গা নদীতে চুবিয়ে হত্যা করে মরদেহ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে শিশুটির চাচি চায়না বেগম। ওই সময় জেলেরা দেখে ফেলায় তানভীরকে সেখানে রেখে চায়না পালিয়ে যায় চাচি। পরে স্থানীয়দের খবরে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা কমলা বেগম বাদী হয়ে চায়নাকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পিপি আব্দুস সালাম জানান, এ ঘটনায় মানিকগঞ্জের সিংগাইর থেকে চায়নার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৭ সালের ২৮ অক্টোবর তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত ১৭ জনের  সাক্ষ্যগ্রহণের পর রবিবার আসামির উপস্থিতিতে চায়নাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন রেজাউল করিম।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?