X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৯

টাঙ্গাইলের কালিহাতীতে আশা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্ত গ্রামে এ ঘটনা ঘটে। তাকে কে বা কারা হত্যা করেছে তা এখনও কিছু জানাতে পারেনি নিহতের পরিবার। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।                                            

নিহত আশা ওই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। সে উপজেলার বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে আশা আক্তারকে মোবাইল ফোনে দুর্বৃত্তরা ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। পরে ঘরের সামনে নিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা। এ সময় আশার চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনায় রবিবার বিকালে আশার মা সুফিয়া বেগম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

কোকডহরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ঘটনা তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।’

ওসি সওগাতুল আলম বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?