X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১২:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১২:০০

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত ও তার সহযোগী অপর এক ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (১২ এপ্রিল) রাতে গাছা থানার কুনিয়াপাছর এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শাকিল মিয়া (১৬) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ধীপপুর এলাকার রেজাউল করিমের ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কুনিয়াপাছর এলাকার রুবেল মোল্লার বাসায় ভাড়া থেকে স্থানীয় প্রতিভা স্কুলের ৯ম শ্রেণিতে পড়াশোনা করতো।

আহত ফাহিম (১২) স্থানীয় গাছা থানার কুনিয়াপাছর এলাকার ফারুক হোসেনের ছেলে এবং প্রত্যাশা কিন্ডার গার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র।

ওসি ইসমাইল হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুনিয়াপাছর এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। রাত সাড়ে ৭টার দিকে সোনাপাড়া এলাকার ২৪/২৫ জন কিশোর ও যুবক স্থানীয় তালেব মার্কেটের সামনে অবস্থান নেয়। এসময় সেখানে প্রতিপক্ষের শাকিল মিয়া (১৭) ও ফাহিমের (১২) সঙ্গে তাদের তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় প্রতিপক্ষরা শাকিল ও ফাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত শাকিল ও ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় সিটি করপোরেশনের কুনিয়া (তারগাছ) এলাকার তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।


/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ