X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

৫ ঘণ্টার রাস্তা ১৮ ঘণ্টায় পার, গন্তব্য আরও দূর

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২০ জুলাই ২০২১, ১৭:২২আপডেট : ২০ জুলাই ২০২১, ১৭:৫৮

নারায়ণগঞ্জ থেকে রংপুরের উদ্দেশে সোমবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে বাসে উঠেছেন নূরুল হুদা ও আমেনা আক্তার নামের এক দম্পতি। স্বাভাবিক সময়ে বাসে রংপুর যেতে সাত ঘণ্টা লাগে। তবে নারায়ণগঞ্জ থেকে ওঠার পর ১৮ ঘণ্টা কেটে গেলেও মাত্র টাঙ্গাইল পৌঁছেছেন এ দম্পতি।

টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাতে তাদের ১৮ থেকে ২০ জায়গায় যানজটে পড়তে হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ওই দম্পতি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কান্দিলা এলাকায় পৌঁছান। সেখানেই তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নূরুল হুদা বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে বাসে উঠেছি। আমরা যাবো রংপুর। স্বাভাবিক সময়ে নারায়ণগঞ্জ থেকে রংপুর পৌঁছাতে লাগে সাত ঘণ্টা। আর আমাদের টাঙ্গাইল পৌঁছাতেই লেগেছে প্রায় ১৮ ঘণ্টা। সোয়া ২টা থেকে এখানে আটকে আছি। কখন বাড়িতে পৌঁছাতে পারবো তাও জানি না।’

তিনি আরও বলেন, ‘পরিবারের সঙ্গে একত্রে ঈদ করতে আমরা স্বামী-স্ত্রী মিলে বাড়ি যাচ্ছি। আমি গার্মেন্টে চাকরি করি। স্বাভাবিক সময়ে রংপুর যেতে বাসে ভাড়া লাগে ৫০০ টাকা, আর আজ যাচ্ছি এক হাজার টাকায়। তারপরও বাসে গাদাগাদি করে যেতে হচ্ছে।’

এদিকে, রায়হান তার স্ত্রী ও ৭ বছরের শিশু সন্তানকে নিয়ে ট্রাকে করে যাচ্ছেন জয়পুরহাটে। তিনিও সোমবার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ থেকে ট্রাকে উঠেছেন। টাঙ্গাইলের কান্দিলা এলাকায় পৌঁছাতে তাদের সময় লেগেছে ১৯ ঘণ্টা। এছাড়া ৫০০ টাকার ভাড়া দিতে হয়েছে ১৫০০ টাকা।

যানজটে ভোগান্তিতে যাত্রীরা

রায়হান বলেন, ‘আমি বাস না পেয়ে ট্রাকে উঠেছি। স্বাভাবিক সময়ে আমার টাঙ্গাইল পৌঁছাতে সময় লাগে পাঁচ ঘণ্টার মতো। আর আজ টাঙ্গাইলের কান্দিলা পৌঁছাতে সময় লাগলো প্রায় ১৯ ঘণ্টা। জয়পুরহাট পৌঁছাতে সময় লাগে ৬-৭ ঘণ্টার মতো। আজ কত ঘণ্টা লাগবে সেটা জানি না।’

তিনি আরও বলেন, ‘গাড়িতে কোনও স্বাস্থ্যবিধির বালাই নেই। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়িতে যাচ্ছি। প্রতি বছরই রাস্তায় যানজট লাগে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হয়। রাস্তায় খাবার, প্রস্রাব ও পায়খানা নিয়ে পড়তে হয় চরম বেকায়দায়। দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টরা ব্যবস্থা নিচ্ছে না কেন?’

এদিকে, দুপুর সোয়া ২টা থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহন ও সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

ঘরমুখো মানুষগুলো বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে যাতায়াত করছেন। এতে করে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এ রিপোর্টটি লেখা পর্যন্তও (বিকেল ৪টা) মহাসড়ক স্বাভাবিক হয়নি। তবে মাঝেমধ্যে যানবাহন এগিয়ে যেতে দেখা গেছে। তবে একটু গিয়েই আবার থেমে যেতে হচ্ছে। এ অবস্থায় নূরুল হুদা, আমেনা ও রায়হানদের বাড়ি ফিরতে সড়কে যে আরও দুর্ভোগ পোহাতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

এ বিষয়ে জানতে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত এবং বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে