X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘আ.লীগের কোনও জোট লাগে না’

ফরিদপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, ১৯:৩২আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৯:৩২

আওয়ামী লীগের কোনও জোটের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তিনি বলেছেন, ‘সারাদেশে আওয়ামী লীগের ৭০ থেকে ৭৫ ভাগ ভোট রয়েছে। কিন্তু সেই ভোট আপনারা আনতে পারেন না। কারণ আপনাদের মাঝে ঐক্য নেই।’

সোমবার (৩০ আগস্ট) বিকালে ফরিদপুর শহরের কবি জসীম উদ্দীন হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদ।

মাহমুদা বেগম কৃক বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমানের নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দিয়েছিল। সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ওরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই সব শেষ করে দিতে পেরেছে। কিন্তু ওরা জানতো না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

‘১৫ আগস্ট এক বেদনাবিধুর অধ্যায়, যেদিন আমরা বাংলাদেশের স্থপতিকে হারিয়েছিলাম’ উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন এই মহান নেতার বিদায় লগ্নে সামান্যতম রাষ্ট্রীয় মর্যাদাও দেওয়া হয়নি। বেজে ওঠেনি কোনও করুণ সুরের বিউগল। বাবার মতোই আন্দোলন করে কারাবরণ করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় এসে তিনি নারীর ক্ষমতায়ন করেছেন। তার সরকারের আমলেই নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।’

‘২১ আগস্টের হামলার সঙ্গে তারেক রহমান জড়িত ছিলেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘হাওয়া ভবনে বসেই গ্রেনেড হামলার ষড়যন্ত্র হয়েছিল।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামালউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান ও মাইনুদ্দিন আহমেদ মানু, দফতর সম্পাদক অনিমেষ রায়, জেলা যুবলীগের সভাপতি জিয়াউল হাসান মিঠু, আওয়ামী লীগ নেতা জাহিদ বেপারী, সোহেল রেজা বিপ্লব, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর কাউন্সিলর চামেলি বেগম, আলফাডাঙ্গা থানা মহিলা লীগের সভাপতি মনোয়ারা বেগম, ভাঙ্গার জাহানারা আক্তার, চরভদ্রাসনের রওশন আরা পারভিন, ভাঙ্গা মহিলা লীগের কাজী সিলভিয়া রাতুল, নগরকান্দার আনজুমান আরা, সালথার রুপা আক্তার, মধুখালী উপজেলা মহিলা লীগের সভাপতি সুরাইয়া সালাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার লক্ষণ প্রমুখ। সভা সঞ্চালনা করেন মহিলা লীগ নেত্রী শাহানা আক্তার।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস