X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেতন নিতে এসে দেখেন কারাখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৬

গাজীপুরে বকেয়া বেতন ও ঈদুল আজহার বোনাস এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। এ সময় ঢাকা-গাজীপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সামনে লক্ষ্মীপুরা এলাকায় কারখানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা।

কারখানার শ্রমিক রাজিয়া, সাদেকুল ও জুনায়েদ জানান, একাধিকবার বিক্ষোভের মুখে বকেয়া পাওনা আংশিক পরিশোধ করে ঈদুল আজহার আগে কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ। কারখানায় প্রায় সোয়া চার হাজার শ্রমিক ও সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী। ঈদের ছুটির পর ১ সেপ্টেম্বর কারখানা খোলার কথা থাকলেও ১২ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বৃদ্ধির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কারখানা খোলার দিন কর্মকর্তা-কর্মচারীদের গত বছরের ডিসেম্বর মাসের বেতন এবং শ্রমিকদের জুন মাসের বেতনসহ ঈদুল আজহার বোনাস পরিশোধের কথা ছিল। এ নিয়ে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। বিষয়টি নিয়ে শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র, সচিব, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিএমইএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে কারখানা মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের সিদ্ধান্ত হলেও এ পর্যন্ত পরিশোধ করা হয়নি।

স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা বিক্ষোভ করেছেন

সোমবার সকালে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা কাজে যোগ দিতে আসেন। তারা কারখানার গেটে তালা ঝুলতে দেখে বিক্ষুব্ধ হন। এ সময় কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার সামনে ঢাকা-জয়দেবপুর সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ জালাল উদ্দিন বলেন, শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও যাননি। পরে শ্রমিক নেতারা ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে আন্দোলনকারীদের আগামী ৩০ কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতে বলেন। বেলা ১১টার দিকে আন্দোলন স্থগিত করে সড়কের অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

/এএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ঈদের দিন কালো পতাকা নিয়ে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ
সর্বশেষ খবর
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না