X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

করোনার টিকা বাসায় নিতে না দেওয়ায় টেকনোলজিস্টকে পিটিয়ে আহত

শরীয়তপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫

বাসায় নেওয়ার জন্য টিকা দিতে অস্বীকৃতি জানালে মেডিক্যাল টেকনোলজিস্টকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে স্টোর কিপারের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে মেডিক্যাল টেকনোলজিস্টের কক্ষে এ হামলার ঘটনা ঘটে।

আহত টেকনোলজিস্টের নাম মো. আমির হোসেন (৩৬)। তিনি সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বালিয়া কান্দি গ্রামের মৃত নুর মোহাম্মদ মাদবরের ছেলে। অভিযুক্ত স্টোর কিপার সিয়াম জাহান কালু (৩১) চিতলীয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে আসা টিকাগ্রহণকারী আলী আকবর বলেন, ‘আমিরের কাছ থেকে টিকা বাড়িতে নিতে এসেছিলেন কালু। তখন টিকা না দিতে চাইলে তখন কালু আমাদের বের করে দিয়ে তার মাথায় চেয়ার দিয়ে আঘাত করেন।’

আহত আমির হোসেন বলেন, ‘কালু আজ দুপুরে হঠাৎ আমার অফিস কক্ষে আসে। তখন করোনাভাইরাসের টিকা বাসায় নিয়ে যাবে বলে টিকা চায়। আমি না দিলে চেয়ার দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, এলোপাতাড়ি পেটানোর ফলে আমিরের মাথা ফেটে রক্ত পড়া শুরু হয়। তখন ফ্লোরে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত স্টোর কিপার সিয়াম জাহান কালুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলবিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘আমি হাসপাতালে আমিরকে দেখতে গিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী