নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তার পক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচন অফিসে গিয়ে জেলা সহকারী রিটার্নিং অফিসার মতিয়ুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
মতিয়ুর রহমান জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদে এ পর্যন্ত চারটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন– কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (স্বতন্ত্র প্রার্থী) এটিএম কামাল, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এই সিটি করপোরেশনে পাঁচ লাখ ১৭ হাজার ৩১৯ জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৭৬ এবং নারী ২ লাখ ৫৭ হাজার ৪৮১ জন। আগামী ১৬ জানুয়ারি ২৭টি ওয়ার্ডের একশ ৯০টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে জাহাঙ্গীর আলম জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সবাইকে অভ্যন্তরীণ কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন– আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ-সভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুফিয়ানসহ অনেকে।