X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দূষণকারী ৬ কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় দূষণকারী ছয়টি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরের সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান চলে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসির বিছিন্নকারী দল, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী দল এবং পরিবেশ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। নদী দূষণকারী ও সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বি এল ওয়াশিং, লোকনাথ ডাইং অ্যান্ড ওয়াশিং, সোনালী ওয়াশিং, এন এ ডাইং, মজুমদার ওয়াশিং ও এ এফ লন্ড্রি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন ব্যতীত পরিচালনা করা হচ্ছিল। ইতোপূর্বে কারখানাগুলোকে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা থেকে ক্ষতিপূরণ ধার্য ও আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশনা দিলেও না মেনে অব্যাহতভাবে পরিবেশ দূষণ করছে।

এতে আরও বলা হয়, সোনালী ওয়াশিং ছাড়া প্রতিটি কারখানাতে গার্মেন্টসের ঝুট ব্যবহার করে বয়লার পরিচালনা করা হয়। এতে সৃষ্ট কালো ধোঁয়ায় এলাকাবাসী অতিষ্ঠ ছিল। কারখানাগুলোর মধ্যে বিএল ওয়াশিং, এন এ ডাইং, মজুমদার ওয়াশিং, লোকনাথ ডাইং কারখানাগুলো আবাসিক বাড়ির নিচতলায় অবৈধভাবে স্থাপন করা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নারায়ণগঞ্জে শতাধিক নদী দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!