X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উপনির্বাচনে আ.লীগের প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ১৯:৫২আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৯:৫২

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ চার জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন– আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ, বাংলাদেশ বৈরাবরি পার্টির পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও আরজু মিয়া।  

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সিআইবি রিপোর্ট অনুযায়ী খেলাপি ঋণের জামিনদার হওয়ায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়াও দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বৈরাবরি পার্টির (অনিবন্ধিত) যুগ্ম-সম্পাদক পীর সৈয়দ আলমগীর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এ আসনে সাত জনের মধ্যে তিন জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। তারা হলেন– জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজেব চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী। এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ‘যাচাই-বাছাই শেষে চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন। এ আসনে সাত জনের মধ্যে তিন জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৩০ নভেম্বর এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৬ জানুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

/এমএএ/
সম্পর্কিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
নির্বাচনে হারলেও আহত সমর্থকদের দেখতে গেলেন কায়সার 
কুমিল্লা সিটি উপনির্বাচন৯০ কেন্দ্রে সূচনার ধারেকাছেও কেউ নেই
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!