X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাতের আঁধারে ফিরে এলো গায়েব হওয়া ২১৭ বস্তা চাল

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ১৮:৫৭আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৮:৫৭

টাঙ্গাইলের বাসাইলে ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির ২১৭ বস্তা চাল লাপাত্তা হওয়ার খবর প্রকাশের পর অবশেষে অভিযুক্ত দুই ডিলার চালের বস্তাগুলো স্টোর রুমে তুলেছেন। সোমবার (১৪ মার্চ) দিবাগত রাতে দুই ডিলারের স্টোর রুমে চালের বস্তাগুলো তোলা হয়। এত দ্রুত কোথায় থেকে এসব চালের বস্তাগুলো এলো এমন প্রশ্নের জবাব দিতে পারেননি অভিযুক্ত ডিলাররা। 

এর আগে সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে ‘গরিবের জন্য বরাদ্দ ২১৭ বস্তা চাল গায়েব’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

স্থানীয়রা জানান, নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার (১৪ মার্চ) সকালে উপকারভোগীরা উপজেলার ময়থা বাজার ও ফুলকী পশ্চিমপাড়া বাজার এলাকায় চাল আনতে যান। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন ইউপি সদস্যসহ আরও কয়েকজন মিলে চালের বস্তার হিসাব নেন। এ সময় ময়থা উত্তরপাড়া এলাকার ডিলার নাছরিন বেগমের স্টোর রুমে ১৩০ ও ফুলকী পশ্চিমপাড়া বাজার এলাকায় জাকির হোসেন পাপনের স্টোর রুমে ৮৭ বস্তা চাল কম পাওয়া যায়। 

এরপর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বিজু সেখানে গিয়ে চাল বিতরণ বন্ধ করে দেন। চাল গায়েবের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। তুপের মুখে পড়েন অভিযুক্ত ডিলার ও সংশ্লিষ্টরা। একপর্যায়ে রাতের আঁধারে ডিলারদের স্টোর রুমে গায়েব হওয়া চালের বস্তা তোলা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আলম বিজু বলেন, ‘অভিযুক্ত দুই ডিলার গায়েব হওয়া চাল স্টোর রুমে তুলেছেন। মঙ্গলবার সকাল থেকে চাল বিতরণ শুরু হয়েছে। তবে এই চালের বস্তাগুলোতে দুই থেকে তিন কেজি করে কম রয়েছে। চালের অনেক বস্তায় পুষ্টি চাল মেশানোর কোনও সিল নেই। গায়েব হওয়া বস্তাগুলোতে চাল কম থাকায় সেগুলো বিতরণ বন্ধ রাখা হয়েছে। তবে আগে স্টোর রুমে থাকা চালের বস্তা বিতরণ করা হচ্ছে। এই চাল করটিয়া থেকে কিনে ডিলাররা তাদের স্টোর রুমে তুলেছেন বলে জানান তিনি।  

রাতের আঁধারে স্টোর রুমে চাল আসার বিষয়ে ডিলার জাকির হোসেন পাপন বলেন, ‘চালের বস্তাগুলো আশপাশের দোকানে রাখা হয়েছিল। পরে সেখান থেকে রাতে স্টোর রুমে আনা হয়েছে।’

আরও পড়ুন: গরিবের জন্য বরাদ্দ ২১৭ বস্তা চাল গায়েব

ডিলার নাছরিন বেগম বলেন, ‘কামুটিয়া থেকে চালের বস্তাগুলো আনা হয়েছে। তবে এসব চাল কিনে আনা হয়েছে কিনা তার জবাব দেননি তিনি।’

এদিকে, গোড়াইয়ের মাশাফি অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের চালের বস্তার চালান ফরম সাংবাদিকদের হাতে আসার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেব নাথের মুখের জবাব পাল্টে গেছে। গতকাল তিনি জানিয়েছিলেন, ‘চাল গায়েব হয়নি। গোড়াইয়ের মাশাফি অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজে পুষ্টি চাল মেশানোর জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে তারা চালের বস্তা কম দিয়েছে। এজন্য ওই ডিলারদের স্টোরে ২১৭ বস্তা চাল কম হয়েছে।’ 

তবে মঙ্গলবার তিনি বলেন, ‘চাল গায়েব হওয়ার বিষয়টি আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। অভিযুক্ত ডিলারদের শোকজের প্রস্তুতি চলছে। প্রয়োজনে তাদের ডিলারশিপ বাতিল করা হবে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তরা গায়েব হওয়া চালগুলো স্টোর রুমে তুলেছেন। তবে বেশ কিছু বস্তায় চাল ৩০ কেজির কম রয়েছে। কম থাকা বস্তায় চাল পরিপূর্ণ করে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন বস্তায় পুষ্টি চাল মেশানো আছে কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ