X
সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২
২০ অগ্রহায়ণ ১৪২৯

ইফতার অনুষ্ঠানে বসে আইভীকে ‘ছোট বোন’ বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ২১:৫০আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০১

আবারও এক টেবিলে বসেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মেয়র আইভীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেছেন শামীম ওসমান।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠানে এমপি শামীম ওসমান তার বক্তব্যের শুরুতে বলেন, ‘এখানে জেলা প্রশাসক সাহেব আছেন, পুলিশ সুপার সাহেব আছেন। সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা আছেন। আমার ছোট বোন মেয়র (ডা. সেলিনা হায়াৎ আইভী) ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন।’

জাকাত নিয়ে সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাকাতের বিষয়ে সরকার একটা উদ্যোগ নিয়েছে। জাকাতটা বিভিন্নভাবে দেওয়া হয়। আমরা শাড়ি-কাপড় দেই। আমি অনুরোধ করছি যারা জাকাত দিতে চান, একটা অংশ নিজেরা দেন। আরেকটা অংশ প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ জেলা প্রশাসকের মাধ্যমে দেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের জাকাত ঠিকভাবে আদায় করি, আমার মনে হয় আগামী পাঁচ বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য কোনও মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ, এই জাকাতের টাকায় স্বয়ংসম্পূর্ণ হয়ে আরেকজনকে জাকাত দিতে পারবে। এটাই কিন্তু জাকাতের প্রকৃত নিয়ম। এই বিষয়টা সংসদে উত্থাপন হয়েছে। তাই আমি অনুরোধ করবো যারা মুসলিম আছেন, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন।’

দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, আইভী ও শামীম এক টেবিলে বসে ইফতার করেছেন। তবে কেউ কারও সঙ্গে কথা বলেননি। টেবিলে উপস্থিত অন্যদের সঙ্গে কথা বলেছেন। ওই টেবিলে আরও বসেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম প্রমুখ।

এর আগে, ১৮ এপ্রিল জেলা পুলিশের আয়োজনে ইফতার মহফিলেও তাদের দুই জনকে এক টেবিলে বসতে দেখা গেছে। ওই দিনও কেউ কারও সঙ্গে কথা বলেননি। দুই জনই ইফতার করে যে যার মতো স্থান ত্যাগ করেন।

/এফআর/এমওএফ/
তারল্য সংক‌ট কাটাতে ইসলামী ব্যাংকগুলো বিশেষ সুবিধা পাবে
তারল্য সংক‌ট কাটাতে ইসলামী ব্যাংকগুলো বিশেষ সুবিধা পাবে
‘বাড়াবাড়ি করলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে বিএনপি’
‘বাড়াবাড়ি করলে হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে বিএনপি’
রাশিয়ার দুই বিমানঘাঁটিতে বিস্ফোরণ
রাশিয়ার দুই বিমানঘাঁটিতে বিস্ফোরণ
খেলার মাঠ তৈরির রাষ্ট্রীয় উদ্যোগ খুবই সীমিত
আইপিডির আলোচনায় বক্তারাখেলার মাঠ তৈরির রাষ্ট্রীয় উদ্যোগ খুবই সীমিত
সর্বাধিক পঠিত
আজ অব্দি শাকিব খানের কাছ থেকে আর্থিক সহায়তা নিইনি: বুবলী
আজ অব্দি শাকিব খানের কাছ থেকে আর্থিক সহায়তা নিইনি: বুবলী
কাতার থেকে অভিযোগ, শাহজালালে ধরা
কাতার থেকে অভিযোগ, শাহজালালে ধরা
ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা
ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা
প্রশ্ন ছাড়াই ব্যাংকে জমা দেওয়া যাবে ১০ লাখ টাকা
প্রশ্ন ছাড়াই ব্যাংকে জমা দেওয়া যাবে ১০ লাখ টাকা
ইসলামী ব্যাংকে গ্রাহকের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে: বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংকে গ্রাহকের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে: বাংলাদেশ ব্যাংক