X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইফতার অনুষ্ঠানে বসে আইভীকে ‘ছোট বোন’ বললেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ২১:৫০আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০১

আবারও এক টেবিলে বসেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মেয়র আইভীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেছেন শামীম ওসমান।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ইফতার অনুষ্ঠানে এমপি শামীম ওসমান তার বক্তব্যের শুরুতে বলেন, ‘এখানে জেলা প্রশাসক সাহেব আছেন, পুলিশ সুপার সাহেব আছেন। সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা আছেন। আমার ছোট বোন মেয়র (ডা. সেলিনা হায়াৎ আইভী) ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন।’

জাকাত নিয়ে সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাকাতের বিষয়ে সরকার একটা উদ্যোগ নিয়েছে। জাকাতটা বিভিন্নভাবে দেওয়া হয়। আমরা শাড়ি-কাপড় দেই। আমি অনুরোধ করছি যারা জাকাত দিতে চান, একটা অংশ নিজেরা দেন। আরেকটা অংশ প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ জেলা প্রশাসকের মাধ্যমে দেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের জাকাত ঠিকভাবে আদায় করি, আমার মনে হয় আগামী পাঁচ বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য কোনও মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ, এই জাকাতের টাকায় স্বয়ংসম্পূর্ণ হয়ে আরেকজনকে জাকাত দিতে পারবে। এটাই কিন্তু জাকাতের প্রকৃত নিয়ম। এই বিষয়টা সংসদে উত্থাপন হয়েছে। তাই আমি অনুরোধ করবো যারা মুসলিম আছেন, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন।’

দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, আইভী ও শামীম এক টেবিলে বসে ইফতার করেছেন। তবে কেউ কারও সঙ্গে কথা বলেননি। টেবিলে উপস্থিত অন্যদের সঙ্গে কথা বলেছেন। ওই টেবিলে আরও বসেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম প্রমুখ।

এর আগে, ১৮ এপ্রিল জেলা পুলিশের আয়োজনে ইফতার মহফিলেও তাদের দুই জনকে এক টেবিলে বসতে দেখা গেছে। ওই দিনও কেউ কারও সঙ্গে কথা বলেননি। দুই জনই ইফতার করে যে যার মতো স্থান ত্যাগ করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হাসপাতালে ভর্তি হয়ে দোয়া চাইলেন শামীম ওসমান
শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী
তৃতীয় দিনেও তালা ঝুলছে আ.লীগ অফিসে, সবার দৃষ্টি কেন্দ্রের দিকে
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা