X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দৌলতদিয়ায় যানবাহনের ৬ কিলোমিটার দীর্ঘ সারি 

রাজবাড়ী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১২:২৫আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২:৩৬



রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে রাজধানীমুখী যানবাহনের চাপ বেড়েছে। এতে মাঝেমধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ঘাট এলাকার প্রধান সড়ক। প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা ঢাকামুখী বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক ও সহযোগীদের। মাত্র ৩০ মিনিটের নৌপথ পাড়ি দিতে পণ্যবাহী গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ১২-১৫ ঘণ্টা। অন্যদিকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পচনশীল পণ্যের গাড়ি সিরিয়ালে থেকে ৪ থেকে ৫ ঘণ্টা অপেক্ষার পর পাচ্ছে ফেরির নাগাল।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ সারিতে নদী পারের জন্য অপেক্ষায় আছে হাজারেরও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। আর ঘাট থেকে মহাসড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত পণ্যবাহী গাড়ির সঙ্গে রয়েছে যাত্রীবাহী বাস।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৯টি ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে মেরামতে রয়েছে। বাকি ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। ফেরি সংকটের কারণে যানবাহনের এ সারি তৈরি হয়েছে। এছাড়া ঈদের ছুটিতে রাজধানী থেকে অনেকেই বাড়ির উদ্দেশ্যে আসতে শুরু করায় ভিড় বাড়ছে দৌলতদিয়া ঘাটে।

যশোর থেকে আসা ভাঙ্গারি বোঝাই ট্রাকের চালক মমিন শেখ বলেন, প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘাট থেকে প্রায় এক কিলোমিটার পেছনে ট্রাকের সিরিয়ালে আটকা আছি। তীব্র গরমে এবং গাড়ির ইন্জিনের তাপে আর সহ্য হচ্ছে না। একটু পরপর গাড়ি টানতে হয়। কি আর করবো এভাবেই নদী পার হতে হবে।

মাগুরা থেকে আসা এসবি সুপার ডিলাক্স বাসের যাত্রী হাসান মাহমুদ বলেন, ভ্যাপসা গরমে প্রায় তিন ঘণ্টা ধরে বাসে বসে আছি। আজ প্রচুর রোদের সঙ্গে গরম পড়ছে। নদী পার হতে এত সময় লাগবে বুঝিনি। তিনি আরো বলেন, ফেরি ও ঘাট সংকট রয়েছে। ঈদের সময় পর্যাপ্ত ফেরি বাড়ানোর দরকার ছিল। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পরে পাঁচ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক বন্ধ থাকবে। সেজন্য ঘাটে ট্রাকের চাপ বেশি রয়েছে। এছাড়া ঈদে বাড়ি ফেরা মানুষের চাপতো রয়েছেই। বিকালের মধ্যে এ চাপ কমে আসবে বলে জানান তিনি। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৬টি ফেরি চলাচল করছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী