X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রেল লাইনে লোহার অ্যাঙ্গেল পড়ে ৪ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
১৬ মে ২০২২, ২৩:০৪আপডেট : ১৬ মে ২০২২, ২৩:০৪

গাজীপুরের শ্রীপুরে রেল স্টেশন এলাকায় ক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রাক থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে ঢাকা-ময়মনসিংহ রুটে চার ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের শ্রীপুর-গোসিঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

এতে ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এবং ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন কাওরাইদ রেল স্টেশনে যাত্রা বিলম্ব করছে। শ্রীপুর-গোসিঙ্গা সড়কে এক লেন খোলা থাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে।

শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীমা আক্তার জানান, উপজেলার গোসিঙ্গা এলাকার একটি স্টিল তৈরির কারখানা থেকে লোহার তৈরি বেশ কয়েকটি অ্যাঙ্গেল নিয়ে ট্রাক পৌরসভার ভাংনাহাটির নির্মাণাধীন একটি কারখানায় যাচ্ছিল। ট্রাকটি শ্রীপুর রেল স্টেশন এলাকার ক্রসিং অতিক্রম করার সময় ট্রাকের চাকা রেললাইনে আটকে যায়। এ সময় চালক ট্রাকটিকে সামনে নেওয়ার চেষ্টা করলে দুলতে থাকে। একপর্যায়ে ট্রাকের পেছনের অংশে অতিরিক্ত ভার থাকায় উল্টে যাওয়ায় উপক্রম হয়। পরে পেছনে হেলে থাকা লোহার বড় বড় ১০টি অ্যাঙ্গেল পড়ে যায়। ভয়ে রেলে লাইনের আশেপাশের দোকানদার ও লোকজন ছোটাছুটি করতে থাকে। এ সময় ট্রাকটি সামনের দিকে ঝাঁকুনি খেয়ে স্বাভাবিক হয়ে মাল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। আশেপাশে লোকজন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা।

তিনি আরও জানান, ট্রাক থেকে রেল লাইনের ওপর লোহার অ্যাঙ্গেল পড়ে জয়দেবপুরের পর থেকে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়াও স্থানীয়ভাবে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। ক্রেন এনে দ্রুত লোহার খুঁটিগুলো রেল লাইনের ওপর থেকে সরানোর কাজ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা