X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উদ্যোক্তাদের দেওয়া হলো প্রশিক্ষণ

শরীয়তপুর প্রতিনিধি
১৮ মে ২০২২, ০৩:০৮আপডেট : ১৮ মে ২০২২, ০৩:০৮

পদ্মা সেতু ঘিরে শরীয়তপুর জেলাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে ও পর্যটকদের আকৃষ্ট করার জন্য বাছাই করা ৪০ জন উদ্যোক্তা নিয়ে হাতে-কলমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এই ৪০ জনকে গোল্ডেন উদ্যোক্তা ভাবছেন কর্মশালার আয়োজকরা। তাদের নিয়মিত মনিটরিং করবেন বলেও জানান তারা।

সোমবার (১৬ মে) জেলার সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে এবং একসেস টু ইনফরমেশন (এটুআই)-এর সহযোগিতায় এই কর্মশালা শুরু হয়। মঙ্গলবার বিকালে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইসিটি বিভাগের যুগ্ম সচিব ও এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। 

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের কর্মকর্তা ওমর ফারুক, সরকারি ই-কমার্স প্রতিষ্ঠান একসপের প্রশিক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম। এর সমন্বয় করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌছিফ আহমেদ, জেলা ব্র্যান্ডিং প্রশিক্ষণ সমন্বয়ক ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর। আয়োজনের মূল বিষয় ছিল ‘পণ্য, পর্যটন ও উদ্যোগ’।

অনেকেই ঘুরতে আসছেন পদ্মা সেতু এলাকায়

জেলা প্রশাসন সূত্র জানায়, পর্যটন ও শরীয়তপুরের বিভিন্ন বিখ্যাত পণ্যের ব্র্যান্ডিং ই-কমার্সে অন্তর্ভুক্তির জন্য উদ্যোক্তাদের কারিগরি ও বাজারজাতকরণ বিষয়ে দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণ দেওয়া হয়। যেখানে বাছাইকৃত ৪০ জন উদ্যোক্তা অংশ নেন। যাদের মধ্যে অনেক উদ্যোক্তা শরীয়তপুরে স্যানেটারি ন্যাপকিন, পিঠাপুলি, টমেটো শস, ফ্যাশন ডিজাইনার, নকশিকাঁথা, খাদ্য, পোশাক, হাতে তৈরি গহনা, খাদ্য, মাস্ক ও কার্টন ইত্যাদি নিয়ে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু প্রস্তুত হয়েছে। জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করবেন। সে লক্ষ্য নিয়ে কাজ করছে সেতু বিভাগ ও স্থানীয় প্রশাসন। পদ্মা সেতুকে ঘিরে ইতোমধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পর্যটকরা আসতে শুরু করেছেন। তারা সেতুর বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখছেন। সেতু চালু হওয়ার পর এ অঞ্চলে পর্যটনের একটি বিরাট সম্ভাবনা তৈরি হবে। এ কারণে তরুণ উদ্যোক্তাদের পর্যটন খাত বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, পদ্মা সেতু ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের কাজে লাগিয়ে পর্যটনের বিস্তার ঘটাতে চাই। উদ্যোক্তাদের যেকোনো প্রয়োজনে শরীয়তপুর জেলা প্রশাসন পাশে থাকবে।

কর্মশালায় অংশ নেওয়া বিভাগীয় জয়িতা সামচুন নাহার সুমি বলেন, এই ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা নতুন কিছু শিখবো। যা আমাদের উদ্যোগকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

/এএম/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা