X
সোমবার, ০৪ জুলাই ২০২২
২০ আষাঢ় ১৪২৯

ধান কেটে ফেরার সময় পদ্মায় ট্রলার ডুবি, ২ শ্রমিক নিখোঁজ

আপডেট : ২২ মে ২০২২, ০৪:৫১

মুন্সীগঞ্জের বিক্রমপুর থেকে ধান কেটে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে মাদারীপুরের শিবচরের ১৩ শ্রমিকসহ একটি ট্রলার পদ্মায় ডুবে গেছে। এ সময় অন্য একটি ট্রলার দিয়ে ১১ জন শ্রমিককে উদ্ধার করা হয়। তবে দাদন মাদবর (৩২) ও হেলাল ফকির (৪২) নামে দুজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২১ মে) ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে ১৩ থাকা শ্রমিকের সবার বাড়ি শিবচর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এদের মধ্যে নিখোঁজ দাদন মাদবর রাজারচর গ্রামের শফি মাদবরের ছেলে এবং হেলাল ফকির একই গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।

স্থানীয় ও পারিবারের লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত ২০ রমজানে শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের কৃষক দাদন মাদবর ও হেলাল ফকিরসহ ১৬ জন শ্রমিকের একটি দল ধান কাটতে মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার একটি বিলে যায়। ধান কাটার কাজ শেষ হওয়ার আগেই সম্প্রতি তিন জন বাড়ি ফিরে আসে। দাদন মাদবর ও হেলাল ফকিরসহ বাকি ১৩ জন কাজ শেষ করে গতকাল শুক্রবার (২০ মে) রাতে বিক্রমপুর থেকে ট্রলার নিয়ে শিবচরের উদ্দেশে রওনা দেয়। শনিবার (২১ মে) সকালে ট্রলারটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট সংলগ্ন মাঝ পদ্মায় এলে ঝড়ো বাতাস শুরু হয়। এ সময় বাতাসের ঝাপটায় ট্রলারটি ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার এগিয়ে এসে ১১ জন শ্রমিককে উদ্ধার করে। তবে প্রবল ঢেউয়ে দাদন মাদবর ও হেলাল ফকির ভেসে যাওয়ায় তারা নিখোঁজ রয়েছেন বলে অন্য শ্রমিকরা দাবি করেন।

এদিকে নিখোঁজদের পরিবারে বইছে শোকের মাতম।

উদ্ধার বাবলু মাদবর বলেন, ‘আমার ভাই দাদনসহ আমরা ১৩ জন ট্রলার নিয়ে আসছিলাম। মাঝ পদ্মায় ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। আমরা ১১ জন উদ্ধার হলেও আমার ভাইসহ ২ জন নিখোঁজ রয়েছে।’

স্থানীয় রওসাদ নামে এক যুবক বলেন, ‘আমরা আজ দুপুরে এদের ডুবে যাওয়ার খবর শুনতে পাই, পরিবারের লোকজন বিভিন্নভাবে তাদের খোঁজ নিচ্ছে। বাড়িতে অনেক লোকজন কান্নাকাটি করছে ।’

শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী জানান, ঝড়ের সময় একটি ট্রলার ডুবে গেছে বলে খবর পাই। ঘটনাটি আমাদের শিবচরের অংশে ছিল না। তারপরও আমরা খোঁজ-খবর রেখেছি। তবে শ্রমিকদের বাড়ি শিবচরের সন্যাসীরচর এলাকায় বলে জানতে পেরেছি।

 

/আইএ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কৃষাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে ৬০টির বেশি গুলি করে মার্কিন পুলিশ
কৃষাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে ৬০টির বেশি গুলি করে মার্কিন পুলিশ
ভাবিকে হত্যায় দেবরের যাবজ্জীবন
ভাবিকে হত্যায় দেবরের যাবজ্জীবন
শুটিংয়ে চ্যাম্পিয়ন মুন, আর্চারিতে সেরা মিথুন
শুটিংয়ে চ্যাম্পিয়ন মুন, আর্চারিতে সেরা মিথুন
নোয়াখালীতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ২
নোয়াখালীতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ২
এ বিভাগের সর্বশেষ
ঈদে সড়কে গাছ ফেলে ডাকাতির জন্য সংঘবদ্ধ হয়েছিল তারা
ঈদে সড়কে গাছ ফেলে ডাকাতির জন্য সংঘবদ্ধ হয়েছিল তারা
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলাচল ব্যাহত
পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলাচল ব্যাহত
নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর লাশ
নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর লাশ
‘গরু নিয়ে সোজা ফেরিতে উঠেছি, ঘাটে কোনও ভোগান্তি নেই’
‘গরু নিয়ে সোজা ফেরিতে উঠেছি, ঘাটে কোনও ভোগান্তি নেই’