X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ব্যাংক-পোস্ট অফিসে আসা বয়স্কদের টার্গেট করতো তারা

ফরিদপুর প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৯:৩৯আপডেট : ২৩ মে ২০২২, ১৯:৩৯

ব্যাংক ও পোস্ট অফিসে টাকা তুলতে আসা বয়স্ক নারী-পুরুষদের টার্গেট করে তাদের থেকে অর্থ ও মালামাল ছিনিয়ে নিতো একটি চক্র। ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের থেকে কৌশলে চুরি করা ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। সোমবার (২৩ মে) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ৮ মে জেলার মধুখালী উপজেলার জাহাপুর উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. হাতেম মোল্যা (৬০) ফরিদপুর পোস্ট অফিস থেকে জমা করা ১০ লাখ টাকা তোলেন। টাকা তোলার পর তিনি লোকাল বাসে নিজ বাড়ি জাহাপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের উদ্দেশ্যে রওনা হন। রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে তিনি দেখতে পান ব্যাগের চেইন খোলা এবং টাকা নেই। এরপর দ্রুত কোতোয়ালি থানায় এসে অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি চুরির মামলা দায়ের করেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, মামলার পর কোতোয়ালি থানার এসআই মাসুদ ফকির তদন্ত শুরু করেন, সহযোগিতা করেন এসআই মো. শামীম হাসান। পরে দুই কর্মকর্তাই পোস্ট অফিসের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। রবিবার দিবাগত (২২ মে) রাতে সদর উপজেলার ডোমরাকান্দি গ্রামের জাহাঙ্গীর ইসলামের ছেলে জাহিদুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় জাহিদুল টাকা চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে জাহিদুলের স্বীকারোক্তি অনুযায়ী তথ্য প্রযুক্তির সহায়তায় তার সহযোগী ফরিদপুর সদর উপজেলার আবুল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে চুরি যাওয়া বাকি পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকের চুরি যাওয়া ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় তিন ব্যক্তি জড়িত ছিলেন। দুই জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই জন জানিয়েছে তারা আন্তঃজেলা চোর ও পকেটমার চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন এ পেশার সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন জেলায় অভিনব কায়দার চুরি করে। বিশেষ করে সরকারি পোস্ট অফিস, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে আসা বয়স্ক নারী ও পুরুষদের টার্গেট করে। পরে বিভিন্ন কায়দায় তাদের থেকে অর্থ ও মালামাল হাতিয়ে নেয়। 

জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ বলেন, গত এপ্রিল মাসের ১১ তারিখে সহকারী প্রধান শিক্ষক মো. হাতেম মোল্যা অবসরে যান। সারা জীবনের সঞ্চয়ের টাকা গত ৮ মে ফরিদপুর পোস্ট অফিস থেকে উত্তোলন করেন। পরে বাড়ি ফেরার পথে তার টাকাগুলো চুরি হয়ে যায়। টাকা চুরি হয়ে যাওয়ায় তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন। টাকা উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেফতার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রেস বিফ্রিংয়ে কোতোয়ালি থানার ওসি মো. এম এ জলিল, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ ফকির ও এসআই মো. শামীম হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা