X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণের পর প্রাণ দিলো তরুণী, সালিশদাররা বাড়ি ছাড়তে বলেছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২২, ২০:৫৮আপডেট : ০৭ জুন ২০২২, ২০:৫৮

নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের বিচারের নামে সালিশ ডেকে সম্মানহানিকর কথা বলা ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার জের ধরে এক তরুণী প্রাণ দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মমিন ওরফে কচিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) তাদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশুর রহমানের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘তরুণীর মা বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এজাহারনামীয় আব্দুল মমিন ওরফে কচি মেম্বার ও দবিরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ইউপি মেম্বারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ধর্ষণের পর ভিডিও প্রকাশ, প্রাণ দিলেন তরুণী

মামলার আসামিরা হলেন বন্দর উপজেলার বালিয়াগাঁও এলাকার মৃত জমির খানের ছেলে নুরুল আমিন (৪২), তার স্ত্রী মোসা. শিমলি (৩৮), কলাগাছিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল মমিন ওরফে কচি (৫২), তাওলাদের ছেলে ইব্রাহীম (৪০), আবুল কাশেমের ছেলে পলাশ (৩০), তাওলাদের ছেলে ইস্রাফিল (৩৫), আলাউদ্দিনের ছেলে বাবুল (৪৫), আহাম্মদের ছেলে আরমান (৪০), আলীনগর এলাকার মৃত আউয়ালের ছেলে দবির (৪৫)।
 
এজাহারে তরুণীর মা উল্লেখ করেন, ‘আমার মেয়েকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে নুরুল আমিন তার বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনা জানতে পেরে গত ২ জুন বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করি। এরপর মামলার রেশ ধরে নুরুল আমিনসহ বাকি আসামিরা মোবাইল ফোনে ও বিভিন্নভাবে আমার মেয়ের বিরুদ্ধে সম্ভ্রমহানিকর নোংরা কথা রটাতে থাকে।’
 
বাদী আরও বলেন, ‘এসব ঘটনা নিয়ে গত ৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় নুরুল আমিনের বাসায় সালিশ বসে। সেখানে আমাকে ডেকে নিয়ে নানান ধরনের কথা শোনায় এবং ওয়ার্ডের মেম্বার আব্দুল মমিন ওরফে কচি আমার মেয়েকে ধর্ষণ সংক্রান্ত বিভিন্ন নোংরা কথা বলে। এ সময় নুরুল আমিন ছাড়া বাকি আসামিরা বিভিন্ন ধরনের অশ্লীল নোংরা কথা বলে আমার মেয়ের সম্মান ক্ষুন্ন করে ও আত্মহত্যার প্ররোচনা দেয়। নুরুল আমিন, তার স্ত্রী শিমলি ও ইব্রাহীমসহ আরও কয়েকজন আমার মেয়ের আপত্তিকর ছবি, ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। মেম্বার আব্দুল মমিনসহ অন্য আসামিরা আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলে। এসব ঘটনায় গত ৬ জুন সকালে লজ্জায় বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে প্রাণ দেয় আমার মেয়ে।’ 

নিহতের বোনের স্বামী বলেন, ‘নুরুল আমিন ও তার স্ত্রী বেশ কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করা হয়। ২ জুন মামলা করার পর থেকে নুরুল আমিন নিখোঁজ রয়েছে। এলাকার অনেকের কাছে শুনেছি, সে বিদেশ চলে গেছে।’

মামলার প্রধান আসামি নুরুল আমিন দেশ ত্যাগ করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘বিষয়টি এখনও আমরা নিশ্চিত নই। এমন কথা আমরাও শুনেছি।’

/টিটি/
সম্পর্কিত
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
চিকিৎসা করাতে ‍এনে কিশোরীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের অভিযোগে সংশোধনাগারে কিশোর
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা