X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঘাটে অপেক্ষায় ফেরি, যানবাহনের দেখা নেই

রাজবাড়ী প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৮:০৩আপডেট : ০৮ জুন ২০২২, ১৮:০৩

দুই সপ্তাহ ধরে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের চিত্র পাল্টে গেছে। সাধারণত এই নৌপথে ফেরি পারের জন্য দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি অপেক্ষা করে। কিন্তু এখন গাড়ির জন্য অপেক্ষা করছে ফেরি।

বুধবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, ৫ নম্বর ফেরিঘাটে হাসনাহেনা ইউটিলিটি ফেরি গাড়ির জন্য দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছে। ঘাটে কোনও ট্রাক, যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় নেই। থেকে থেকে দু-একটি প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও ট্রাক এসে সঙ্গে সঙ্গেই ফেরিতে উঠে যাচ্ছে। তাছাড়া মহাসড়কও রয়েছে যানবাহনশূন্য।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় দৌলতদিয়া থেকে ফেরিগুলো ৪৬৯টি ট্রিপে বিভিন্ন যানবাহন নিয়ে পাটুরিয়া গেছে। যার মধ্যে যাত্রীবাস রয়েছে এক হাজার ২১০টি, ট্রাক তিন হাজার ৫৭৮টি, ছোট ট্রাক দুই হাজার ৯০৮টি এবং মটরসাইকেল ৮৬টি। সবমিলে সাত হাজার ৭৮২টি যানবাহন দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া পৌঁছায়। কিন্তু ১৫ দিন আগেও ৪৮ ঘণ্টায় ৯ থেকে ১০ হাজার যানবাহন নদী পার হতো। এছাড়া দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরিঘাট সচল রয়েছে। তার মধ্যে তিন, চার, পাঁচ, ছয় ও সাত নম্বর ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে এবং ২১টির মধ্যে ১৯টি ফেরি যানবাহন পারাপার করছে।

যশোর থেকে ছেড়ে আসা ডিডি পরিবহনের বাসচালক শামীম হাসান বলেন, ‘কয়েকদিন ধরে যানজটমুক্ত ঘাট দিয়ে যাতায়াত করছি। সরাসরি বাস নিয়ে ফেরিতে উঠতে পারছি। এতে বাসের যাত্রীরাও খুশি।’

গাজীপুরগামী ট্রাকচালক হাবিব বলেন, ‘ভাবতেও পারিনি সরাসরি ফেরিতে উঠতে পারবো। ঘাটের এমন চিত্র এর আগে খুবই কম দেখেছি। যানজটে থাকতে হচ্ছে না, বিধায় আমাদের খরচও কম হচ্ছে। মালিকপক্ষও খুশি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২১টি ফেরির মধ্যে ১৯টি চলাচল করছে। বাকি দুটি ইউটিলিটি ফেরি মেরামেত রয়েছে। বিগত ১৫ দিন ধরে ঘাটে যানবাহনের চাপ খুবই কম।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!