X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ঢাকা-সিলেট মহাসড়কে সাড়ে ৭ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ১৮:০৫আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৮:১১

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় সাড়ে সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে মহাসড়কের কর্ণগোপ ইউএস বাংলা মেডিক্যাল কলেজের মোড় থেকে কাঁচপুর সেতু পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যাত্রী ও চালকরা বলছেন, এই সড়কের অনেক স্থানে ধীরগতিতে গাড়ি চলছে। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ১০ মিনিটের সড়ক অতিক্রম করতে প্রায় এক ঘণ্টার বেশি সময় লাগছে। প্রচন্ড গরমে ও যানজটে অতিষ্ঠ হয়ে অনেকে যানবাহন ছেড়ে হেঁটে রওনা দিচ্ছেন।

বাসযাত্রী আল হাসান মিয়া বলেন, ‌‘কর্ণগোপ এলাকার কাজ সেরে ফেরার পথে প্রচন্ড যানজটে পড়ি। পরে বাধ্য হয়ে রুপসী এলাকায় নেমে রুট পরিবর্তন করে ডেমরা হয়ে নারায়ণগঞ্জ পৌঁছেছি।’

১০ মিনিটের সড়ক অতিক্রম করতে প্রায় এক ঘণ্টার বেশি সময় লাগছে

যাত্রী নাজমা আক্তার বলেন, ‘ঈদের কারণে জটলা আরও কয়েকগুণ বেড়েছে। এখন সড়কে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। বাসে উঠলেই ঘণ্টা পার হয়ে যায়, গাড়ি গৌন্তব্যে পৌঁছায়না।’

আরেক যাত্রী জয়নাল মিয়া বলেন, ‘১০ মিনিটের পথ প্রায় এক ঘণ্টায় ধাক্কাতে ধাক্কাতে এসেছে। এ কারণে বাস ছেড়ে হেঁটে রওনা করেছি। সামনে ফাঁকা দেখলে বাসে উঠবো, নতুবা হেঁটে যেতে হবে।’

রূপগঞ্জের ভুলতা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) ওমর ফারুক জানান, ইউএস বাংলা মেডিক্যাল মোড় থেকে রবিন টেক্স গার্মেন্টস এলাকা পর্যন্ত কিছুটা যানজট রয়েছে। গার্মেন্টস ছুটির সময়ে স্বাভাবিকভাবে এই সড়কে একটু যানজটের সৃষ্টি হয়। তবে এই যানজট থাকবে না। এছাড়া পশুর হাটের ট্রাক বেশি চলাচল করছে। এসব কারণে একটু যানজট দেখা দিয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কে এম মেহেদী হাসান জানান, কাঁচপুর সেতু থেকে ইউএস বাংলা মেডিক্যাল পর্যন্ত গাড়ির ধীরগতি রয়েছে। তবে এটাকে যানজট বলা ঠিক হবে না। তাছাড়া গাড়ির অনেক চাপ রয়েছে। এর মধ্যে অনেক মানুষ বাড়ি ফিরছে। এ কারণে একটু সমস্যা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন