X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাওয়ার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ২২:১৬আপডেট : ১৯ জুলাই ২০২২, ২২:১৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ জুলাই) জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব মামুন মাহমুদ তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন। বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাওয়ায় জাহিদ হাসানকে নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এতে দলীয় নেতারা বিব্রত হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম রবি।

তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলামকে। অপর দুজন হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান।

মনিরুল ইসলাম রবি বলেন, ‘জাহিদ হাসানের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটুকু সত্য তা যাচাই করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৫ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘জাহিদ হাসানের কারণে আমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। এ কারণে তদন্ত করা হচ্ছে। ওই দিন বঙ্গবন্ধুর সমাধিসৌধে গিয়েছিল নাকি গেটের বাইরে ছিল অথবা যায়নি, তা আমাদের জানা নেই। কিন্তু এসব বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা বিব্রত। এ বিষয়টি খোলাসা করতেই মূলত তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এ ব্যাপারে জাহিদ হাসান রোজেল বলেন, ‘দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেবো। তবে এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি ওই দিন সেখানে যাইনি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

স্থানীয় সূত্র জানায়, গত ১২ জুলাই বিকালে ফতুল্লা থানা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে জাহিদ হাসান রোজেল মাইক্রোবাসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যান বলে অভিযোগ ওঠে। সেখানে সাংবাদিকরা তাকে দেখলে গাড়ির ভেতরে ঢুকে যান। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

/এএম/
সম্পর্কিত
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
প্রকৌশলীদের গাফিলতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদে ধস
জালিয়াতির মাধ্যমে ভবন অনুমোদন, প্রাথমিক সত্যতা মিলেছে তদন্তে
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক