X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘পদ্মাপাড়ে হচ্ছে মুম্বাইয়ের মতো কনভেনশন সেন্টার’

মাদারীপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ২০:৪২আপডেট : ৩১ জুলাই ২০২২, ২০:৪২

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, পদ্মা সেতু নির্মাণের পর পদ্মাপাড়ে নতুনভাবে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। পদ্মা সেতুর পাশে শিবচরের কাঁঠালবাড়িতে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এশিয়ার মধ্যে বড় কনভেনশন সেন্টার মুম্বাইতে। যেখানে একসঙ্গে পাঁচ হাজার আসন রয়েছে; সবমিলিয়ে ওই সেন্টারটি আট হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন। মুম্বাইয়ের মতো একই আঙ্গিকে কাঁঠালবাড়িতে ১০ হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিক মানের ‘মুজিব কনভেনশন সেন্টারের’ কাজ শুরু করতে যাচ্ছি আমরা। এটি হয়ে গেলে দেশ-বিদেশের মানুষ আসবে, সম্মেলন করবে, ফাইভ স্টার হোটেলসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে সেন্টারে।

রবিবার (৩১ জুলাই) দুুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি আছালত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বিকালে ভান্ডারিকান্দি ইউনিয়নের ফজলুল উলুম দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন চিফ হুইপ।

এ সময় তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই এলাকায় শেখ হাসিনা স্পোর্টস সিটি নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্পোর্টস সিটির মধ্যে অলিম্পিক ভিলেজ করে দেওয়া হবে। যাতে পৃথিবীর বিভিন্ন দেশ আন্তর্জাতিক মানের খেলা খেলতে ও প্রশিক্ষণ নিতে এখানে আসে। শিবচরে আমরা বঙ্গবন্ধু নভোথিয়েটার ও সায়েন্স সিটি নির্মাণ করেছি। যেখানে সায়েন্স নিয়ে গবেষণা ও লেখাপড়া করতে পারবে আমাদের শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম রাজিব, শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান।

/এএম/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
মাদারীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০
সর্বশেষ খবর
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন