X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত ১৫

গাজীপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ০০:৫৫আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০০:৫৫

ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে রাত ১২টার দিকেও ঘটনাস্থলে পৌঁছায়নি উদ্ধারকারী ট্রেন। ফলে লাইন স্বাভাবিক হতে এখনও সময় লাগবে।

রবিবার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনের ধীরাশ্রম এলাকায় দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।  রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। এটি অনেক বড় দুর্ঘটনা। এ ঘটনায় কয়েকজন আহত হলেও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পঞ্চগড়গামী যাত্রীবাহী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার পরপরই তিনটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে মাঝখানের বগিটি উল্টে কাত হয়ে যায়। এতে ১৫/১৭ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতে এ দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই ট্রেন ছেড়ে বিকল্প পথে গন্তব্যে রওনা হয়েছেন।

দ্রুতযান এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, উত্তর-পশ্চিমাঞ্চলে চলাচল বন্ধ

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় আহত ১২ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। হাসপাতাল থেকে যাদের নাম শনাক্ত করা হয়েছে তারা হলেন নিপুন, ফাহিম, হিমেল, বিথী, আহসান হাবীব, ইব্রাহিম হোসেন, জাকিয়া সুলতানা, সিরাত, ফাইয়াজ, রিয়াদ এবং হামীমসহ ১৭ জন। তাদের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা