X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রিকশা চালিয়ে দিনে খোঁজে টার্গেট, রাতে দেয় হানা

ফরিদপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৮:৫০আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:৫০

দিনে চালান রিকশা। আর হয়ে ওঠেন ভয়ংকর চোর। সুযোগ বুঝে বাসা বাড়ি কিংবা দোকানের গ্রিল-শাটার কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে নিমিষেই হাওয়া হয়ে যেতে পারেন। এমনই এক চোর হাতেনাতে ধরা পড়েছে। এরপর বের হয়ে আসে এসব তথ্য।

সোমবার (২২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফরিদপুর শহরের বেলতলা এলাকায় এক সাংবাদিকের বাড়ির নিচ তলায় ভাড়া দেওয়া দোকানে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে তাকে আটক করা হয়।

দোকানের স্বত্বাধিকারী সেলিম জানান, রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। আনুমানিক আড়াইটার দিকে দোকানের বিপরীত পাশের ভবন থেকে এক ব্যক্তি কল করে জানান, তার দোকানের শাটার কাটা হচ্ছে। সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে দোকানের দিকে এলে একাধিক চোর পালিয়ে যায়। কিন্তু যে চোর দোকানের ভেতর প্রবেশ করেছিল সে বের হতে পারেনি। তাকে ভিতরে রেখে শাটার আটকে দেওয়া হয়। ডাক দিলে ভবন মালিক সাংবাদিক হিমেলসহ আশপাশের মানুষ আসে। তারা এসে পুলিশকে জানায়।

ঘটনাটি জানতে পেরে প্রথমে এএসআই সুজনের নেতৃত্বে ২নং ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে পৌঁছে দোকানের শাটার খুলে ভেতরে থাকা চোরকে আটক করে। পরে এসআই জাকিরের নেতৃত্বে কোতোয়ালি থানার টহল দল এসে চোরকে থানায় নিয়ে যায়। এ সময় চোরের ব্যাগের ভেতর থেকে ২৫ হাজার টাকা, প্রায় ১২ হাজার টাকা মূল্যের মোবাইলের টকটাইম কার্ড ও বিভিন্ন ব্রান্ডের ছয় হাজার টাকা মূল্যমানের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। যা ওই দোকান থেকে চুরি করা হয়েছিল।

এসআই জাকির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চোর নিজের নাম রাজ্জাক মোল্লা, পিতা মৃত গনি মোল্লা বলে জানিয়েছে। বাড়ি শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকায়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আটক চোর পেশায় রিকশাচালক। সে দিনে রিকশা নিয়ে বের হয়। রাতে চুরি করে। এর সঙ্গে আরও কয়েকজন আছে। এরা রিকশা নিয়ে বের হলেও যাত্রী তুলে খুব কম, বিভিন্ন এলাকা ঘুরে টার্গেট খুঁজে। আর সুযোগ বুঝে চুরি করে।

খোঁজ নিয়ে জানা গেছে, আটক রাজ্জাকের স্ত্রী বিদেশে থাকেন। তার দুই ছেলে ব্যবসা করে। ছেলেরা রাজ্জাককে অটো কিনে দিয়েছেন। যাতে সে চুরি না করে। তারপরও সে তার অপকর্ম ছাড়েনি।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. গাফফার হোসেন জানান, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক থানায় অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ, গত ১৫ দিনে একই এলাকার অন্তত তিনটি দোকানের শাটার কেটে চুরির ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
নাম জান্নাত ফার্মেসি, সাড়ে সাত টাকার ওষুধের দাম চাইলো ৩৫০ টাকা
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন