X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি উন্নয়ন করতে পারে না, কিন্তু নষ্ট করে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৫০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৫০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি-জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছে। রাজাকার ও আল-বদর সৃষ্টি করেছে। সেই বিএনপি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। উন্নয়ন সহ্য হয় না তাদের। পদ্মা সেতু নিজ অর্থায়নে করেছেন শেখ হাসিনা। এই সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে যাতে করতে না পারে সে জন্যও ষড়যন্ত্র করেছিল। আরও ব্যক্তিরাও এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সেতু যখন হয়েছে তখন তাদের মনে যন্ত্রণা। সেতুর পিলার তো ওঠাতে পারে না, কিন্তু তারা সেতুর কতগুলো স্ক্রু খুলে ফেলেছে। বিএনপি উন্নয়ন করতে পারে না, কিন্তু নষ্ট করতে পারে।’

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ।

মন্ত্রী বলেন, ‘১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শত শত মানুষকে আহত করা হয়েছে, অনেক লোক মৃত্যুবরণ করেছেন। যারা আহত হয়েছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা যখন ভ্যাকসিন দেই, তখনও সেই ষড়যন্ত্র। বিএনপির নেতারা সে সময় বলেছিলেন, এটা তো ভ্যাকসিন দিচ্ছে না, পানি দিচ্ছে; গঙ্গার জল দিচ্ছে। অথচ তারাই সবার আগে ভ্যাকসিন নিতে যান। এসব শত্রু ও মিত্র সবাইকে জানতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বড় বড় রাষ্ট্র হোঁচট খেয়েছে, তারা করোনা সামাল দিতে পারেনি। কিন্তু বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় এই মহামারি মোকাবিলা করা হয়েছে। করোনা মোকাবিলায় পৃথিবীর মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং এশিয়া মহাদেশে এক নম্বরে স্থানে রয়েছে। বাংলাদেশ যখন ভ্যাকসিন দিয়েছে, তখন আশপাশের একটা দেশও ভ্যাকসিন দিতে পারেনি।’

সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সহ-সভাপতি আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ।

সম্মেলনে আলোচনার ভিত্তিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে এস এম দুলাল হোসেনকে এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ফকিরের নাম ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী।

/এফআর/
সম্পর্কিত
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
আনু মুহাম্মদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সারা দেশে হাসপাতালের শয্যা খালি রাখার নির্দেশ
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!