X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ১৬:৪৭আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৬:৪৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি-জামায়াতের নেতারা বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। জনগণ ভালো করে জানে, কারা তাদের প্রকৃত বন্ধু, আর কারা দেশের উন্নয়ন করছে। তাই জনগণকে ধোকা দেওয়ার সময় নেই। দেশের উন্নয়ন চলমান রাখতে আগামীতে নৌকায় ভোট দিতে হবে।’

শনিবার (১২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম ও গ্রামীণ অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে ডেঙ্গু রোগ নতুন নয়, গত বছরও ডেঙ্গু ছিল, তার আগের বছর আরও বেশি ছিলো। এ বছর একটু বেশি দেখা দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়াতে—থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন—সব দেশে অনেক বেড়েছে। বাংলাদেশ থেকে ওই সব দেশে ডেঙ্গু অনেক বেশি বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের চিকিৎসার কোনও ঘাটতি হয়নি। তারপর দুইশ’র মতো ডেঙ্গু রোগী মারা গেছেন। আগামীতে বৃষ্টি না হলে দেশের ডেঙ্গু রোগ কমে যাবে। সেই সঙ্গে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। শুধু বাংলাদেশেই দ্রব্যমূল্য বাড়েনি, সারা বিশ্বে বেড়েছে, যার প্রভাব পড়েছে আমাদের কৃষি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে। করোনাকালীন ও বন্যার সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায়নি। তার শুধু বড় বড় কথা বলতে পারে। এখন একটা দুর্যোগ পুরো বিশ্বে চলছে, বাংলাদেশে এর প্রভাব পড়েছে।’

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলেমেয়ের ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন