X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জাহাজ নির্মাণ শিল্পে স্থবিরতা মোকাবিলায় নির্দেশনা দিয়েছি: নৌ বাহিনীর প্রধান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২২, ০৬:৪১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৬:৪৬

অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে জাহাজ শিল্প নির্মাণ কাজে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে উল্লেখ করে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বলেছেন, ‘মহামারি করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক মন্দা, রিজার্ভ সংকটসহ নানা কারণে জাহাজ নির্মাণ শিল্পের কাজে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় ইতোমধ্যে আমরা যথাযথ নির্দেশনা দিয়েছি। শ্রম বণ্টনের মাধ্যমে প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। গতানুগতিক লক্ষ্য না নিয়ে বাস্তবায়নযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। যাচাই বাছাই করে প্রকল্প গ্রহণ করতে হবে এবং যথা সময়ে গুনগত মান অক্ষুণ্ণ রেখে ডেলিভারি দিতে হবে। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় এক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নবনির্মিত শিপবিল্ডিং শেড-২ এবং বিভিন্ন পূর্ত কাজের উদ্বোধন করা হয়।

তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ডি ডাব্লিউ লিমিটেডকে আন্তর্জাতিক মানে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করে এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের প্রথম সারির একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে আমার প্রত্যাশা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন  নৌ সদরের পিএসওরা এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর আব্দুলাহ আল-মাসুম, পরিচালনা পর্ষদের সদস্য সহ আরও অনেকে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,শেড-২ নির্মাণের মাধ্যমে জাহাজ ও বোট নির্মাণ কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জাহাজের হাল কনস্ট্রাকশন কাজের প্রতিকূলতা এড়ানো সম্ভব হবে।

শেডটির দৈর্ঘ্য-১২০.৫১ মিটার, প্রস্থ- ৪৬.১৭ মিটার, উচ্চতা-৩০.৪৮ মিটার, ফ্লোর এরিয়া ৫৫০০ বর্গমিটার যেখানে লোড বহন সক্ষমতা- ৫ টন/বর্গমিটার। শেডটির মধ্যে সর্বোচ্চ ৪২ মিটার দৈর্ঘ্যের জাহাজ নির্মাণ করা সম্ভব হবে। এছাড়া শেডটিতে ২টি ২৫ টন ক্ষমতাসম্পন্ন ওভারহেড কেন, ১টি আধুনিক সিএনসি মেশিন রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
রুশ নৌবাহিনীর প্রধান হলেন অ্যাডমিরাল মোইসিভ
কোস্টগার্ডের ‘ভি-স্যাটনেট’ যোগাযোগব্যবস্থার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চিনিকলের আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নিভতে সময় লাগবে: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…