X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কাশিমপুর কারাগারে বন্দি জঙ্গিদের অনশন, জেল সুপার বললেন অপপ্রচার

গাজীপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৫১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২১:৫১

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের ভেতরে অনশন ও বিক্ষোভ করেছেন কয়েকজন বন্দি জঙ্গি। শীতবস্ত্রসহ বেশ কয়েকটি দাবিতে শনিবার (০৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিক্ষোভ ও অনশন করেন তারা।

বিষয়টি নিয়ে সকালে অজ্ঞাত এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্থানীয় সাংবাদিকদের বার্তা দিয়ে লিখেছেন, ‘কারাগারের ভেতরে শতাধিক বন্দি অনশনে বসেছেন।’ 

তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর কারাগারের-৪-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

বাংলালিংক নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি লিখেছেন, ‘শীতের শুরু থেকে শীতবস্ত্রের অভাবে কষ্ট করছেন কারাগার-৪-এর বন্দিরা। বন্দিদের প্রচণ্ড শীতেও কম্বল, কাপড়, মশারি না থাকা এমনকি ঠান্ডার কারণে রুমের দরজা-জানালায় পলিথিন লাগানোর নিয়ম থাকলে তা দেওয়া হয়নি। ফলে প্রতিটি কক্ষ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। এছাড়া বিশুদ্ধ খাবার পানি কারা কর্তৃপক্ষ সরবরাহ না করায় পানিবাহিত বিভিন্ন রোগ হচ্ছে। এসব কারণে অসুস্থ হলেও চিকিৎসা পাচ্ছেন না বন্দিরা। ১৫ দিন পরপর বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাতের নিয়ম থাকলেও এক মাস পর সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। এসব দাবিতে অনশনে বসেছেন বন্দিরা।’

বিষয়টি নিশ্চিত হতে ওই নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। পরে সরকারি একটি সংস্থার মাধ্যমে ওই নম্বরের সবশেষ অবস্থান ট্রেস করে দেখা গেছে, সেটি মহানগরীর কাশিমপুরের গোবিন্দপুর (কারাগার) এলাকায় সচল ছিল।

তবে কারাগারে বন্দিদের অনশনের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন জেল সুপার সুব্রত কুমার বালা। তিনি বলেন, ‘কারা বিধি ও আইনের বাইরে বাড়তি সুবিধার দাবিতে শনিবার সকালে নাশতা গ্রহণ না করে কারাগারের ভেতর বিক্ষোভ করেন জঙ্গি সংগঠনের চার-পাঁচ জন সদস্য। খবর পেয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করা হয়। এ সময় কারা বিধির বাইরে দাবি মানার অপারগতা প্রকাশ করে কারা বিধি মেনে চলার পরামর্শ দিলে খাবার গ্রহণ করেন তারা। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

সুব্রত কুমার বালা আরও বলেন, ‘এই কারাগারে বিভিন্ন মামলায় দণ্ডিত ও সন্ত্রাসী, বিভিন্ন জঙ্গি বন্দি রয়েছেন। পাশাপাশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এসব কারণে বন্দিদের কড়া নজরদারিতে রাখতে হয়। সম্প্রতি আদালত চত্বর থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার পর কারাগারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ 

হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে কারাগারের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের জন্য প্রচারণা চালাচ্ছে একটি মহল এমনটি জানিয়ে সুব্রত কুমার বালা বলেন, ‘বন্দিদের জন্য পর্যাপ্ত বালিশ ও কম্বলসহ শীতবস্ত্র রয়েছে। কারা বিধি অনুযায়ী বন্দিদের খাবার ও নিয়মিত পানি সরবরাহ করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা মাসে একবার স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। তাদেরকে কারা বিধি অনুযায়ী আলাদা রাখা হয়। অন্য বন্দিদের মতো ইচ্ছামতো চলাচলের সুযোগ পান না। কিন্তু তারা এসব সুবিধা চেয়ে বিক্ষোভ করেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘কারাগারের ভেতরের অব্যবস্থাপনা সংক্রান্ত কোনও অভিযোগ আমার কাছে আসেনি। এ ধরনের কোনও সমস্যার কথা আমার জানা নেই। আমাদের কাছে সরকারি প্রচুর কম্বল রয়েছে। শীতবস্ত্রের জন্য যদি বন্দিরা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি খোঁজ নিয়ে আরও কম্বল বিতরণের ব্যবস্থা করবো।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
মোদির বাড়ির সামনে বিক্ষোভ করতে পারলেন না কেজরিওয়ালের সমর্থকরা
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!