X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

২৮ অক্টোবর পল্টনে পুলিশ হত্যা: গাজীপুর থেকে ৪ আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ২০:২৮আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২০:২৮

ঢাকার পল্টনে বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তাদের গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বুধবার (২২ নভেম্বর) বেলা ১২টায় জিএমপির সদর দফতরের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাইধন খালী গ্রামের আব্দুল আহাদের ছেলে ইব্রাহিম (২৪), শেরপুর জেলা সদর উপজেলার চান্দের নগর মধ্যপাড়া গ্রামের মৃত আতশ মিয়ার ছেলে বাবুল মিয়া (৪২), বরিশালের এয়ারপোর্ট থানার বকশী চর (হাওলাদার বাড়ি) এলাকার নুরুল হকের ছেলে মনির হোসেন (২৮) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার জানগর গ্রামের জগদীশ চন্দ্র দাসের ছেলে বাদল দাস (৬০)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান, গত ২৮ অক্টোবর ঢাকার পল্টন থানার সামনে বিএনপির মহাসমাবেশ চলাকালীন পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত আসামিরা গাজীপুরে আত্মগোপন করে আছেন, এমনটা জানতে পারেন তারা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি টিম মহানগরীর সদর থানার লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনকারী ইমরানকে গ্রেফতার করে। তার কাছ থেকে ঘটনার সময় পরিহিত গেঞ্জি, প্যান্ট ও ব্রেসলেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার দিন পুলিশ সদস্যদের ওপর আক্রমণ ও পুলিশ সদস্যকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে বিভিন্ন তথ্য জানায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি, ঘটনার সময় প্রাপ্ত ভিডিও ফুটেজ, ছবি এবং তার মোবাইল ফোন বিশ্লেষণে ওই ঘটনার সঙ্গে জড়িত অপর তিন জন বাবুল, মনির ও বাদল দাসকে মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের ওপর হামলা ও হত্যার ঘটনায় সক্রিয়ভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাবুল মিয়ার নেতৃত্বে গত ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির সমাবেশে পুলিশ সদস্যদের ওপর তারাসহ আরও অনেকে আক্রমণ চালায়। ঘটনার দিন পুলিশ কনস্টেবল হত্যার পর গ্রেফতারের ভয়ে তারা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (সিটি-এসবি অ্যান্ড প্রটেকশন) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপকমিশনার (ডিবি উত্তর) মুহাম্মদ কামাল হোসেন।

/কেএইচটি/
সম্পর্কিত
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
সর্বশেষ খবর
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!