X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সখিপুর উপজেলা আ.লীগের সভাপতির ওপর হামলার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:২৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:২৪

টাঙ্গাইলের সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন শওকত। 

বুধবার (৬ ডিসেম্বর) বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষ করে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে জেলার বিভিন্ন আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা অংশ নেন। সভা চলাকালে সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত সিকদারের বক্তৃতাকালে দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম তাকে ধমক দিয়ে বসতে বলেন। এ নিয়ে দুই জনের বাগবিতণ্ডা হয়। সভা শেষে বের হয়ে শওকত গাড়িতে ওঠার সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার দিকে এগিয়ে যান। তখন শওকত গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন। পরে তারা গাড়িতে এলোপাতাড়ি লাথি ও আঘাত করেন। শওকত গাড়ি নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। বর্ধিত সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।

শওকত সিকদার বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের অনুসারী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও তার বাহিনী আমার ওপর হামলা চালায়। আমার গাড়িতেও আঘাত করেছে তারা। হামলার বিষয়টি দলের নেতাদের জানানো হয়েছে।’

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। এ ঘটনায় আমি বা আমার কোনও লোকজন জড়িত নয়।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, ‘শওকত সিকদারের ওপর হামলা হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কে বা কারা গাড়িতে দুই-চারটি আঘাত করেছে বলে শুনেছি।’

এদিকে, শওকত সিকদারের ওপর হামলার ঘটনায় সখিপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাৎক্ষণিকভাবে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে। সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনকে সখীপুরে অবাঞ্ছিত ষোষণা করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, অধ্যক্ষ সাইদ আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়। অনুপম শাহজাহান জয়ের সঙ্গে ভালো সখ্যতা রয়েছে শওকতের। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয়ের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

/এএম/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন-বিপণন, বাড়ছে উদ্বেগ
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ