X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ১১ মাসে স্কুলছাত্রীসহ ২৮৬ নারী নির্যাতনের শিকার

গাজীপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০১

গাজীপুরের পাঁচ উপজেলায় গত ১১ মাসে (২০২৩ সালের মার্চ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত) ২৮৬ নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১০২ জন, মানসিক নির্যাতনের ১১২ জন, মৌখিক নির্যাতনের শিকার ৬৬ জন, সাইবার নির্যাতনের শিকার ছয় জন নারী। এর মধ্যে শিশুসহ স্কুলছাত্রী ২৯ জন। 

আইন ও সালিশের অগ্নি প্রকল্পের সিএসও সদস্যদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে গাজীপুর আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্প নারীর প্রতি সহিংসতা অর্ধবার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে বাল্যবিয়ে হয়েছে সাত জনের। এর মধ্যে ১৯ শতাংশ ভুক্তভোগী উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করেছেন, ৮১ শতাংশ ভুক্তভোগী নিম্ন মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করেছেন। একই সময়ে আইনি সেবা প্রয়োজন ছিল ৯৫ জন নারীর। চিকিৎসাসেবা প্রয়োজন ছিল ১৯ জনের, মনস্তাত্ত্বিক পরামর্শ সেবা প্রয়োজন ছিল ৭৫ জনের, আশ্রয় সেবা প্রয়োজন ছিল ৩৬ জনের, ভোকেশনাল ট্রেনিংয়ের প্রয়োজন ছিল একজনের এবং নিরাপত্তার প্রয়োজন ছিল একজনের।

প্রকল্পের আওতায় ১২০ নারীকে প্রাথমিক কাউন্সিলিং সেবা দেওয়া হয়, আইনি সহায়তার জন্য পরামর্শ দেওয়া হয় ৭০ জনকে, সিএসওয়ের উদ্যোগে স্থানীয় পর্যায়ে সালিশের ব্যবস্থা করা হয় ২৬ জনের, চিকিৎসার জন্য ৯ জনকে পাঠানো হয়, আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয় চার জনকে, পরামর্শের ভিত্তিতে আদালতে মামলা করেন ১১ জন।

সভায় গত ১১ মাসে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানে ৮৮ নারী নির্যাতনের শিকারের তথ্য উঠে আসে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ২২ জন, হত্যা ও অপহরণের শিকার ২৫ জন, শারীরিক নির্যাতনের শিকার ১০ জন এবং আত্মহত্যা এবং ব্ল্যাকমেইলের শিকার হন ১৩ জন।

চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রকল্পের লক্ষ্য অর্জনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী আসমা খানব রুবা ও জেলা অগ্নি ব্যবস্থাপক আসাদুজ্জামান। প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ ও সার্বিক বিষয়ে আলোচনা করেন জেলা অগ্নি ব্যবস্থাপক আসাদুজ্জামান ও কনসালট্যান্ট রাজীব হাসান।

সভায় স্বাগত বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ। পরিচয়পর্বের চিত্র তুলে ধরেন মনিটরিং অফিসার জান্নাতুল আনজুম অর্পি।

/এএম/
সম্পর্কিত
২০০১ সালে আলোচিত সেই ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
২৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ