X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শৌচাগারে মিললো গৃহবধূর মরদেহ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

গাজীপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪, ২১:১৪আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২১:১৪

গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের জননী গৃহবধূ আমেনা খাতুনকে (২১) নির্যাতনে হত্যার পর মরদেহ শৌচাগারের ভেতর ফেলে স্বামীসহ শাশুড়ি ও দেবর পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া (সলিংমোড়) গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূ আমেনা খাতুন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কুটিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং মাওনা ইউনিয়নের সলিংমোড় এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। স্বামী আনোয়ার হোসেন মাওনা ইউনিয়নের সলিংমোড় এলাকার মঞ্জুর আলীর ছেলে। পেশায় রাজমিস্ত্রি। নিহতের মা মনোয়ারা বেগম তার মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ করেন।

গৃহবধূর স্বামী আনোয়ার হোসেন (২৫), শাশুড়ি আনোয়ারা বেগম (৫০), দেবর দেলোয়ার (২২) এবং মামি শাশুড়ি রেনু আক্তার (৩৮) ঘটনার পর পলাতক রয়েছেন।

নিহতের মা মনোয়ারা বলেন, ‘বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে নির্যাতন করতো। তাদের অব্যাহত নির্যাতনে স্থানীয় চেয়ারম্যান-মেম্বার একাধিকবার সালিশ বৈঠক করেও কোনও সুরাহা করতে পারেনি। শনিবার বেলা সোয়া ১১টায় মেয়ের মামি শাশুড়ি রেনু আক্তার ফোন করে জানায় আমেনা মারা গেছে। খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে এসে দেখি কেউ নেই। ঘরের ভেতরে শৌচাগারে মেয়ের লাশ পড়ে আছে। আশপাশের লোকজনের কাছে শুনেছি, শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে অনেক নির্যাতন করে বাড়ির পাশে রাস্তায় ফেলে রাখে। প্রতিবেশীদের সহযোগিতায় স্থানীয় আদম আলী তাকে রাস্তা থেকে তুলে এনে বাড়িতে দিয়ে গেলে আবারও মারধর করে হত্যা করে মরদেহ শৌচাগারে রেখে তারা পালিয়ে যায়। অভিযুক্তরা তাকে সব সময় নির্যাতন করতো। তারা আমার মেয়েকে খুন করে পাঁচ বছর বয়সী নাতি এবং দেড় বছর বয়সী নাতনিকে নিয়ে পালিয়েছে।’

শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা বলেন, ‘বসতঘরের শৌচাগারের ভেতর থেকে গৃহবধূ আমেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে মরদেহের থুতনির নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক থাকায় রহস্য ও সন্দেহ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু