X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

প্রতিবেশীর ঘরের পেছনে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ, শ্বাসরোধে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০

নরসিংদীর মনোহরদীতে রাসেল ভূঁইয়া নামে এক মোবাইল ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মফিজ মুহুরির বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাসেল ভূঁইয়া (৩৫) ওই এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে। স্থানীয় চালাকচর বাজারে মোবাইল বিক্রি ও মেরামতের কাজ করতেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে বীর আহম্মদপুর গ্রামের মফিজ মুহুরির বাড়ির পেছনে রাসেলের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় মনোহরদী থানা পুলিশ।

নিহত রাসেলের স্ত্রী রোজিনা আক্তার বলেন, শনিবার সন্ধ্যায় আমার মোবাইলটি মেরামত করে বাড়িতে দিয়ে যান রাসেল। এরপর আবার দোকানের উদ্দেশে রওনা হন। আরেকটি জরুরি বিষয় জানাতে রাসেলের মোবাইলে একের পর এক কল দিচ্ছিলাম। কয়েকবার কল কেটে দেওয়ার পর একপর্যায়ে নম্বর ব্লক করে দেওয়া হয়। রাতে বাড়ি না ফেরায় নির্ঘুম রাত কাটে আমাদের। রবিবার সকালে হাঁটতে বের হওয়া কয়েকজন ব্যক্তি মফিজ মুহুরির বাড়ির পেছনে লাশ দেখতে পান। 

রোজিনা আক্তার বলেন, রিতা ও মাসুম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আগে তাদের সঙ্গে যোগাযোগ থাকলেও আমি মানা করায় রাসেল যোগাযোগ বন্ধ করে দেন। এতে তারা দুজন রাসেলের প্রতি ক্ষুব্ধ ছিলেন। শনিবার সন্ধ্যায় তাদের বাড়ির সামনে দিয়ে গেলে রাসেলকে মেরে লাশ ফেলে পালিয়ে গেছেন তারা।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, ‘ধারণা করা হচ্ছে ঘরের ভেতরে নিয়ে হত্যার পর লাশ ঘরের পেছনে ফেলে রাখা হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইউনিয়ন পরিষদে ব্যবসায়ীকে হত্যা
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: আরও দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!