X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ০৭:৩৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ০৭:৪০
image

ঝিনাইদহ ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই দুই ব্যক্তিই সন্ত্রাসী এবং তারা পুলিশের ওপর হামলা চালিয়েছিল, পরে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলা ট্রিবিউনকে জানান, “জেলা শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী নামক স্থানে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় ৩টি মটর সাইকেল দেখতে পেয়ে পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করে, মটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। কিছুক্ষণ পর এক সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।”
এই ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হন বলেও আজবাহার আলী শেখ উল্লেখ করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করে পুলিশ। আহত পুলিশ কনস্টেবলরা হলেন – বুলবুল আহমেদ, আলমগীর হোসেন ও নাছিম।
আজবাহার আলী শেখ বলেন, ‘সন্ত্রাসীরা কোনও নাশকতামূলক কর্মকাণ্ড করতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।’ তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এদিকে, জেলার কালীগঞ্জে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন (৪৫)। ওই অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
দাবদাহে স্থবির চুয়াডাঙ্গার জনজীবন
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
বানিয়ে ফেলুন আমের কাশ্মিরি আচার
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
ভোটে প্রভাব বিস্তাব করবেন না, মন্ত্রী-এমপিদের ইসি
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে