X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নড়াইলে ওয়ার্কার্স পার্টির নেতার ওপর হামলা

প্রতিনিধি নড়াইল
২৬ অক্টোবর ২০১৬, ০১:২০আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০১:২২

হাসপাতালে চিকিৎসাধীন অ্যাডভোকেট নজরুল ইসলাম নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলামের (৫৭) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে শহরের রূপগঞ্জ এলাকায় মোস্তারি কমপ্লেক্সের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রমৈত্রী এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

আহত নজরুল ইসলাম খুলনার আবু নাছের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

জেলা ওয়ার্কার্স পার্টির লোকজন জানান, নজরুল ইসলাম সন্ধ্যার দিকে ঘটনাস্থলে বসে গল্প করছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন হকিস্টিক ও লাঠি নিয়ে তাকে (নজরুল) বলে, ‘দলবল নিয়ে শহরের কুরিডোব মাঠে লটারি (র‌্যাফেল ড্র) বন্ধ করেছিস? এখন তোকে লটারি বানাবো।’ এই কথা বলে তাকে পেটাতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে নেওয়া হয় খুলনার আবু নাছের বিশেষায়িত হাসপাতালে। 

ছাত্রমৈত্রীর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রতীক বিশ্বাস সাধন জানান, লটারির নামে জুয়া বন্ধ করায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী হত্যার উদ্দেশে এ হামলা চালিয়েছে। এদিকে নজরুল ইসলাম জানান, কয়েকদিন আগে ফেসবুক স্ট্যাটাসে রূপগঞ্জের মাহফুজ নামের একটি আইডি থেকে তাকে হুমকি দেওয়া হয়।

সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, ‘নজরুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহৃ রয়েছে।’ তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বলেননি।

এ ঘটনার প্রতিবাদে ওয়াকার্স পার্টিসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে অবিলম্বে সন্ত্রাসীদের আটকের দাবি জানানো হয়। আজ বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় ‘সচেতন নাগরিক সমাজ’ আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে।

/এআরএল/

আরও পড়ুন:  

সড়ক দুর্ঘটনার ‘সাইড ইফেক্ট’ নজরের বাইরে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক