X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যশোরে তিন স্কুলছাত্র নিখোঁজ!

যশোর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৬

যশোরের চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তিন ছাত্র রবিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে এখনও ফিরে আসেনি। এ ঘটনায় সম্ভাব্য সবখানে খোঁজ করেও সন্ধান না পেয়ে চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (নম্বর ৯৫২) করেছেন তাদের পরিবার। যশোরে তিন স্কুলছাত্র নিখোঁজ!

নিখোঁজ তিন ছাত্র হলো- চৌগাছা থানাপাড়ার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন (১৩), পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৩) ও বাকপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে তানভির আহমেদ তন্ময় (১৩)। তারা তিনজন বন্ধু ও একই ক্লাসের শিক্ষার্থী।

নিখোঁজ আশরাফুল ইসলাম শাওনের বাবা শফিকুল ইসলাম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ২২ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে তার ছেলে শাওন প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজখবর নিয়ে জেনেছেন- কোথাও সে যায়নি।

পরে বাসায় খোঁজাখুঁজি করে জানতে পেরেছেন, শাওন বাড়ি থেকে যাওয়ার সময় জামা, প্যান্ট, শীতের কাপড় ও ৩/৪টা বই ও আনুমানিক ৯ হাজার টাকা নিয়ে বের হয়ে গিয়েছে।

পরে তিনি তার ছেলের বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, তার অপর দুই বন্ধু আশরাফুল ইসলাম ও তন্ময়কেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তিন পরিবারের পক্ষ থেকে তাদের খোঁজাখুঁজি করা হচ্ছে।
সোমবার বিকালে শাওনের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ছেলেসহ তিনজনের সন্ধান মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করছি।

তন্ময়ের মা হাফিজা আক্তার সীমা বলেন, এখনও ছেলের সন্ধান পাইনি। খোঁজাখুঁজি করছি, কোথাও পাচ্ছি না।

চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, নিখোঁজদের মধ্যে তন্ময় আগেও একবার বাড়ি ছেড়ে গিয়েছিল। তাকে খুলনা থেকে পরিবারের সদস্যরা পরে খুঁজে পায়। তবে তিনজনের একজনকেও এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি এসআই আনোয়ারুল ইসলাম তদন্ত করছেন।’

এ বিষয়ে এসআই আনোয়ারুল ইসলাম বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীর বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি, তারা বাড়ি থেকে জামা কাপড় ও টাকা নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তিন বন্ধু কোথাও বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে না বলে গেছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড