X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহ হাদীউজ্জামান আর নেই

যশোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৮

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহ হাদীউজ্জামান আর নেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক গণপরিষদ সদস্য, সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহ হাদীউজ্জামান (৭৬) মারা গেছেন।(ইন্নালিল্লাহি...রাজিউন)। রবিবার রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শাহ হাদীউজ্জামানের ছেলে শাহ খালিদ মাহমুদ সাংবাদিকদের জানান, ১ ফেব্রুয়ারি ঠাণ্ডা গরমজনিত কারণে হঠাৎঅসুস্থ হয়ে পড়েন তার বাবা। প্রথমে তাকে খুলনা ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ১৯ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুর থেকে তাকে ফেরত পাঠানো হয়। এরপর ফের তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু জানা, তার মরদেহ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়িতে আনা হয়েছে। আজ সোমবার বাদ আছর তার নামাজে জানাজা পীরবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ মরহুমের বাবার কবরের পাশে সমাহিত করা হবে।

এদিকে, শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুম শাহ হাদীউজ্জামানের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
এছাড়া শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শাহ হাদীউজ্জামান যশোর-৪ আসনে পরপর ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সাল থেকে তিনি যশোর জেলা পরিষদের প্রশাসক এবং গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস