X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

ফাতেমার শরীরের বেশিরভাগ জায়গা ছিল ব্যান্ডেজ করা

বাগেরহাট প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১২:২০আপডেট : ২২ মার্চ ২০১৭, ১২:২০

 

নির্যাতনের শিকার হয়ে নিহত গৃহকর্মী ফাতেমা শরীরে গরম পানি ঢেলে ও আগুনে পুড়িয়ে নির্যাতনের শিকার গৃহকর্মী ফাতেমার মরদেহের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। তার শরীরের বেশিরভাগ জায়গায় ছিল পুড়ে যাওয়ার ক্ষত। ক্ষত স্থানগুলো ছিল ব্যান্ডেজ করা। ময়না তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ফাতেমার মুখ, দুই হাত, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা ছিল। 

মঙ্গলবার বিকালে গৃহকর্মী ফাতেমার ময়না তদন্তের সময় বাগেরহাট সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. শেখ রিয়াদুজ জামানের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম উপস্থিত ছিল।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোশারেফ হোসেন বুধবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অগ্নিদগ্ধ ফাতেমার ময়না তদন্ত করা হয়েছে। তবে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এ বিষয়ে কোনও তথ্য দেওয়া যাবে না।’

এদিকে, গরম পানি ঢেলে ও আগুনে পুড়িয়ে গৃহকর্মী ফাতেমাকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের বাগেরহাট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট পারভীন খানম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আটক করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো।’

কাপড় ধোয়ার সময় এক কাপড়ের রঙ অন্য কাপড়ে লেগে যাওয়ার অপরাধে গৃহকর্তা দেলোয়ার হোসেন ও তার ছেলে আশিকের হাতে মারধরের শিকার হন গৃহকর্মী ফাতেমা। এরপর গৃহকর্ত্রী সালমা তার গায়ে ঢেলে দেন ফুটন্ত গরম পানি। ঘটনা জানাজানি হওয়ার ভয়ে ওই গৃহকর্মীকে বাথরুমে আটকে রেখে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর  প্রচার করা হয়, নিজেই গায়ে আগুন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহকর্মী। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার দক্ষিণ কেরানীঞ্জের হাসনাবাদ এলাকার জনৈক দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর দগ্ধ ফাতেমাকে ঢাকার কোনও হাসপাতালে ভর্তি না করে একটি প্রাইভেটকারে করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেলে চলে যান ওই গৃহকর্তা। হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার (২১ মার্চ) সকালে মারা যান গৃহকর্মী ফাতেমা।

এ সংক্রান্ত আরও খবর:

শরীরে গরম পানি ঢেলে ও আগুনে পুড়িয়ে গৃহকর্মীকে হত্যা (অডিও)

/বিএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
মীরসরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান