X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেলেন খুবির ৬ শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ০৯:৫৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৯:৫৮

মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও সনদপত্র তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের (অনুষদভিত্তিক সর্বোচ্চ জিপিএ অর্জন) জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ মেধাবী শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রীর স্বর্ণপদক’ লাভ করেছেন। বুধবার (২২ মার্চ) সকালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে এই স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করেন।
পদক প্রাপ্তদের মধ্যে ২০১৩ সালে জীব বিজ্ঞান স্কুলের (অনুষদের) সর্বোচ্চ জিপিএ অর্জনকারী (জিপিএ ৪ এর মধ্যে ৩.৯৫) ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শারমীন আকতার এবং ২০১৪ সালে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী (জিপিএ ৪ এর মধ্যে ৪) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের জান্নাতুল ফেরদৌস বৃষ্টি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক ও সনদপত্র গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অপর চারজন হলেন- ২০১৩ সালের সমাজ বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের অপূর্ব রায়। তিনি জিপিএ ৪ এর মধ্যে ৩.৮ পান। একই সালে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপ্লিনের আফরোজা পারভীন জিপিএ ৪ এর মধ্যে ৩.৯১, ২০১৪ সালে সমাজ বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের নূসরাত জাহান জিপিএ ৪ এর মধ্যে ৩.৮৬ এবং একই সালে জীব বিজ্ঞান স্কুলের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শারমীন সুলতানা পান জিপিএ ৪ এর মধ্যে ৩.৮৫।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের ৬ জন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাওয়ায় প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘এটা তাদের কঠিন পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। তাদের এই কৃতিত্ব খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে, যা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও অনুপ্রেরণা যোগাবে।’

তিনি ভবিষ্যতে তাদের ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন। এছড়া
উপাচার্য শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ এই স্বর্ণপদক প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তিনি শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও এই উদ্যোগ গ্রহণ করায় ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকেও আন্তরিক ধন্যবাদ জানান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী