X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মুজিবনগর দিবস উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে

মেহেরপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৭, ১৮:০৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৮:০৩

মুজিবনগর দিবস উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে

মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সাংবাদিকসহ দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কমপ্লেক্স এলাকাতে ৩২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া সব ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক পরিমল সিংহ এসব কথা বলেন ।

জেলা প্রশাসক বলেন, ব্যাগ ও পানির বোতল নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানির চাহিদা মেটাতে অনুষ্ঠান স্থলে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এছাড়াও সব প্রস্তুতি শেষ পর্যায়ে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, অনুষ্ঠানটি সফল করার জন্য সরকারি বিভিন্ন দফতর কাজ করছে। পুরো মুজিবনগর কমপ্লেক্সকে দৃষ্টিনন্দন করার জন্য আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও  প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ কবীর উপস্থিত ছিলেন।

মুজিবনগর দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং প্রধান অতিথি থাকবেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের ।

/জেবি/

আরও পড়তে পারেন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
পুরান ঢাকার অলিগলিতে গ্যাসের গন্ধ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র