X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খুলনায় পুলিশের গুলিতে আহত সন্ত্রাসীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৭, ০১:২৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ০১:২৯

খুলনা খুলনা মহানগরীর শিল্প ব্যাংক ভবনের পেছনে পুলিশ ও সন্ত্রাসী মধ্যে গোলাগুলি ঘটনায় গুলিবিদ্ধ আব্দুর রহিম (২৯) মারা গেছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত আব্দুর রহিম নগরীর ৫ নম্বর মাছ ঘাট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২টি ডাকাতি, ১টি অস্ত্র ও ২টি হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  জানান, সকালে গুলিবিদ্ধ সন্ত্রাসী আব্দুর রহিমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পথে বিকাল ৩টার দিকে সে মারা যায়।

পুলিশ জানায়, আব্দুর রহিমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে। এরপর শুক্রবার ভোরে মহানগরীর নিউ মার্কেট সংলগ্ন শিল্প ব্যাংকের পেছন এলাকায় তাকে নিয়ে অভিযান চালানো হয। এ সময় ৪ রাউন্ড গুলি, একটি রামদা ও ১টি চাপাতি উদ্ধার হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আব্দুর রহিমকে নিয়ে আসার সময় তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা জবাবে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসী আব্দুর রহিম পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এসময় আব্দুর রহিম দুই পায়ে বিদ্ধ হন।

ওসি আরও জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন,  এসআই টিপু সুলতান, এএসআই জয়দেব কুমার ও কনস্টেবল মাহাবুবুর রহমান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ