X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

নাটোরে কৃষক হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৯:৫২আপডেট : ২১ মে ২০১৭, ২২:২৭

নাটোরে কৃষক হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের সিংড়া উপজেলার দামকুড়ি গ্রামের কৃষক লোকমান আলী হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে মামলার বাকি দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রবিবার (২১ মে) দুপুর দুইটার দিকে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই রায় দেন। কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মণ্ডল বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সিংড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের আংগুর মোল্লা (৩০), আলহাজ্ব ফারুক হোসন (২৮), মিঠু (৪০), সোহাগ (৩৫)ও বগুড়ার চকসুত্রাপুরের নয়ন (২৮)।রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত অপর দুই আসামি সোহাগ ও নয়ন পলাতক রয়েছেন।

খালাস পাওয়া দুইজন হলেন- ছাতারদিঘি গ্রামের নাসির উদ্দিন (৩০) ও একই এলাকার মিলন হোসেন (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ এপ্রিল কালিগঞ্জ বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন কৃষক লোকমান আলী। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে পাওয়া যায়নি।  ১৪ এপ্রিল বিকেলে উপজেলার বাহাদুরপুর গ্রামের আয়েত আলীর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় নিহতের শ্বশুর ও এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পরে তা লোকমান হোসেনের লাশ বলে সনাক্ত করে তার পরিবারের সদস্যরা। এঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে পুলিশ সাত জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

/জেবি/এমএ/

আরও পড়তে পারেন: কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চারজন গ্রেফতার





সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন