X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এক বছর আগে কলেজছাত্রকে তুলে নিয়ে যায় পুলিশ!

যশোর প্রতিনিধি
২৮ মে ২০১৭, ১৪:৩৮আপডেট : ২৮ মে ২০১৭, ১৪:৪০

নিখোঁজ রেজওয়ান হোসেন রেজওয়ান হোসেন (২২) নামে এক কলেজছাত্রের খোঁজ চেয়ে যশোরে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। তাদের দাবি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনই এক বছর আগে রেজওয়ানকে তুলে নিয়ে যায়। তবে, পুলিশ এই দাবি অস্বীকার করেছে।

রবিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিখোঁজ রেজওয়ানের বাবা মিজানুর রহমান, মা সেলিনা বেগম, বড় ভাই রিপন হোসেন বলেন, গত বছরের ৪ আগস্ট বেলা ১২টার দিকে রেজওয়ানকে বেনাপোল ভূমি অফিসের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা তাকে জোর করে ধরে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা জানান, বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলমের নেতৃত্বে রেজওয়ানকে তুলে নিয়ে যাওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনা জানতে পেরে সেদিনই পোর্ট থানায় যোগাযোগ করা হয়। কিন্তু থানা পুলিশ তাকে আটকের বিষয়টি অস্বীকার করে। এমনকি পরদিন একটি জিডি করতে গেলেও তা নেওয়া হয়নি।

নিখোঁজের মা সেলিনা ছেলের সন্ধান দাবি করে বলেন, আমার সন্তান যদি কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে প্রচলিত আইনে তার বিচার হোক। কিন্তু তাকে যেন এক নজর দেখতে পাই সেই ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির হস্তক্ষেপ কামনা করছি।

এক প্রশ্নের জবাবে রেজওয়ানের বড় ভাই রিপন হোসেন দাবি করেন, তার ভাই ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু পরিবারের কেউই কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান কলেজছাত্র রেজওয়ানকে আটকের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘পোর্ট থানা পুলিশের কেউই তাকে আটক করেনি। তারা মিথ্যা কথা বলছেন।’

প্রসঙ্গত, রেজওয়ান যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি বাগআঁচড়া ডা. আফিলউদ্দিন ডিগ্রি কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা