X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চাঁদার টাকার ভাগাভাগি নিয়েই খুন হয় ছাত্রদল নেতা শিবলু!

খুলনা প্রতিনিধি
২১ জুন ২০১৭, ১২:০৯আপডেট : ২১ জুন ২০১৭, ১২:০৯

খুলনা চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খুলনার বিএল কলেজের ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লাকে (২৬) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বুধবার (২১ জুন) সকাল সোয়া ৮টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘শিবলু হত্যার মোটিভ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আসামিরাও নিশ্চিত হয়েছে। এখন আসামিদের গ্রেফতার করতে পারলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘শিবলুর সঙ্গে স্থানীয় আরিফ ও রহমতের সম্পর্ক ছিল। শিবলুর মোল্লা পরিবার এলাকায় প্রভাবশালী। আর আরিফরা ১০ ভাই। এ সুবাধে তারাও এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করে। শিবলু, আরিফ আর রহমত এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে থাকে। তাদের বিরুদ্ধে এ নিয়ে অনেক অভিযোগও রয়েছে। শিবলুর নামে থানায় চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে। আর হত্যাকাণ্ডেরর ঘটনাটিও ঘটেছে আরিফের বাসার পাশে। ঘটনার পর থেকে আরিফ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে। আরিফ স্থানীয় আমির হোসেনের ছেলে।’

মনিরা সুলতানা আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডের পর পুলিশ প্রাথমিকভাবে শণাক্ত হওয়া আসামিদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। আর নিহতের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।’

উল্লেখ্য, মঙ্গলবার (২০ জুন) রাত ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের দেয়ানা পূর্ব পাড়া এলাকায় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে শিবলুকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন শিবলুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে