X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সন্তানের পিতৃপরিচয় দাবি করায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি
২৮ জুলাই ২০১৭, ১৫:৩০আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৬:১৮

যশোর যশোরে অনাগত সন্তানের পিতৃপরিচয় দাবি করায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই নারী আরও অভিযোগ করেছেন, এই ঘটনায় বিচার চাইতে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে মামলা করা হয়েছে। নির্যাতনকারী ও তাদের সহযোগীদের ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে অভিযুক্ত জনি সরদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন,  ওই নারীই তাকে বিয়ে করতে সন্ত্রাসী দিয়ে হুমকি ধামকি দিচ্ছে।
শুক্রবার (২৮ জুলাই) যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জনি সরদারের বিরুদ্ধে অভিযোগ করেন যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের ওই নারী। সংবাদ সম্মেলনে তিনি কান্নাজড়িত কণ্ঠে তার অনাগত সন্তানের পিতৃপরিচয় দাবি করেন। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে বিয়ের নাটক সাজানো হয়েছে। এরপর গণধর্ষণ করা হয়েছে। তিনি নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। 

সংবাদ সম্মেলনে তিনি নিজেই লিখিত বক্তব্য পাঠ করেন। তার সঙ্গে তার মা ও অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রেমের সম্পর্কের কারণে একই গ্রামের বজলুর সরদারের ছেলে জনি সরদারের সঙ্গে ২০১৫ সালের ৩০ অক্টোবর ওই নারীর গোপনে বিয়ে হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে থাকলেও তাদের মধ্যেই স্বামীর সঙ্গে দেখা করতেন। এক পর্যায়ে তিনি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন। তখন তাকে বাড়িতে ওঠানোর জন্য চাপ দিলে জনি সম্পর্কের কথা অস্বীকার করেন। সর্বশেষ গত ৭ জুলাই একই এলাকার সাইফার শেখ ওই নারীকে নওয়াপাড়া বাজারে ‘আল সেলিম’ হোটেলে আসতে বলেন। সেখানে নিয়ে জনির বন্ধু সাইফার, সুমন, আজিম ও রুবেল তাকে জোর করে গর্ভপাত করানোর চেষ্টা করে।  কিন্তু ব্যর্থ হয়ে তারা ওই নারীকে ধর্ষণ করে। 

এ ঘটনার পরদিন অভয়নগর থানায় মামলা করতে যান মেয়েটি। তবে থানায় মামলা না নেওয়ায় তিনি বাধ্য হয়ে ২৫ জুলাই যশোর আদালতে একটি মামলা (নম্বর পি-৯৫/১৭) করেছেন। এই মামলা করায় জনি ও তার বন্ধুরা তাকেসহ পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এজন্য তারা বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেউ এ সংক্রান্ত মামলা করতে এসেছিল বলে আমাদের জানা নেই। আদালত থেকেও এরকম কোনও চিঠি আমাদের কাছে আসেনি।’

জানতে চাইলে জনি সরদার বলেন, ‘বিভিন্ন ছেলের সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে। তার সঙ্গে আমার বিয়ে হয়নি, তবে শারীরিক সম্পর্ক ছিল। কিন্তু তার গর্ভে আমার সন্তান না। বিষয়টি ডিএনএ টেস্ট করালে পরিষ্কার হবে। যেহেতু বিষয়টি আদালতে গড়িয়েছে, সেকারণে আদালতেই আমি তথ্য প্রমাণ দেবো।’
হুমকি বা বন্ধুদের দিয়ে ধর্ষণ করানোর বিষয়টি তার জানা নেই দাবি করে তিনি বলেন, ‘ওই মেয়ে সন্ত্রাসী দিয়ে আমাকে হুমকি দিচ্ছে যেন তাকে আমি বিয়ে করি।’

/এফএস/ 

আরও পড়ুন- অনেক আসামি পলাতক, কিছু করার নেই তদন্ত সংস্থার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী