X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

খুলনায় দুর্গোৎসবে থাকবে তিন স্তরের নিরাপত্তা, চলছে প্রতিমা তৈরি

খুলনা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪২

প্রতীমায় লাগানোর রঙের কাজ চলছে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা উৎসবকে ঘিরে খুলনায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা বিভাগের প্রায় ৫ হাজার পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গার রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। চলছে মণ্ডপ সজ্জার কাজও।

২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৫ দিনের দুর্গা উৎসব। তবে আগের বছরগুলোর তুলনায় এ বছর দুর্গোৎসবে ব্যয় দ্বিগুণ বেড়েছে বলে জানা গেছে। প্রতিমা তৈরি থেকে শুরু করে সামগ্রিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে আয়োজকরা।

খুলনা মেট্রেপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার ও বিশেষ শাখার প্রধান মনিরা সুলতানা বলেন, ‘দুর্গোৎসবকে ঘিরে কেএমপি এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মন্দিরেই থাকবে সশস্ত্র পুলিশ,আনসারদের প্রশিক্ষিত সদস্য ও র‌্যাবের বিশেষ টহল। কেএমপি এলাকায় ১২১টি মণ্ডপ স্থাপিত হয়েছে। এসব মণ্ডপের পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায়ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নগরীর তিনটি প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে টহল জোরদার করা হয়েছে।’

খুলনা বিভাগের ১০ জেলায় এ বছরও ৪ হাজার ৪৮৯টি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন চলছে। এর মধ্যে মহানগরীসহ খুলনায় ৮৪৩টি, সাতক্ষীরায় ৫৬৩টি, বাগেরহাটে ৫৬০টি, যশোরে ৬২৮টি, ঝিনাইদহে ৪৪৪টি, মাগুরায় ৬০৪টি, নড়াইলে ৫৯৩টি,কুষ্টিয়ায় ২১৭টি, চুয়াডাঙ্গায় ১০২টি ও মেহেরপুরে ৩৫টি মণ্ডপে পূজা অর্চনা হবে।

উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। প্রতিমায় এখন চলছে রঙ তুলির কাজ। ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমার পুরো অবয়ব। সবমিলে কারিগরদের এখন দম ফেলার সময় নেই। মা দুর্গা,গণেশ ও মহিষাসুরের জমকালো পোশাক তৈরির কাজে ব্যস্ত দর্জি বাড়ি। কামার পাড়ায় তৈরি হচ্ছে দেবীর হাতের চক্র,গদা, তীর-ধনুক ও ত্রিশূল।

খুলনা পূজা উদযাপন পরিষদের নেতা অরবিন্দু সাহা বলেন,‘২৬ সেপ্টম্বর মহাষষ্ঠী শুরু হবে শারদীয় দুর্গা পূজা। ৩০ সেপ্টম্বর বিজয়া দশমীর মধ্য দিয়ে এ শেষ হবে পূজা।’

মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা প্রশান্ত কুমার কুন্ডু বলেন, প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা বিষয় নিয়ে ইতোমধ্যেই প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। প্রশাসনিক ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়েছে। প্রতি মণ্ডপে সিসি ক্যামেরার আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার