X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নাটোরে ছয় দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নাটোর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৯:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৪১

 

নিখোঁজ



নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় ৬ দিন ধরে নয়ন (১২) নামে কওমি মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ রয়েছে। তবে নয়নের পরিবারের নিখোঁজের জন্য তার দুই বন্ধুকে দায়ী করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ নয়ন দিঘাপতিয়া ইউনিয়নের ফুলতলা বাদ্যকরপাড়ার আওয়ালের ছেলে। সে দিঘাপতিয়া ফজলুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র।
নয়নের বাবা আওয়াল ও মা জলি জানান, গত শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নয়ন তার দুই বন্ধু স্থানীয় শুভাসের ছেলে সঞ্জয় এবং দেলোয়ারের নাতী সীয়ামের সঙ্গে সাইকেলে করে বেড়াতে বের হয়। বেড়ানো শেষে সঞ্জয় ও সীয়াম ফিরে এলেও নয়ন ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করে নয়নের কোনও সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ২১ নভেম্বর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আওয়াল ও জলি অভিযোগ করেন, ডায়েরি করার পর তারা সঞ্জয় ও সীয়ামকে জিজ্ঞেস করলে তারা জানায়, তিনজন সাইকেলে করে বেড়াতে বেড়াতে নাটোর রেল স্টেশনে গিয়েছিল। সেখানে নয়নকে রেখে তারা চলে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী জানান, বৃহস্পতিবার সকালে সঞ্জয় ও তার মা তাকে জানিয়েছে ওরা তিন জন ওই দিন নাটোর আধুনিক স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে। খেলা শেষে তারা নাটোর রেলস্টেশনে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর নয়ন তাদের বলে, সে আর বাড়িতে ফিরে যাবে না। তারা যেন বাড়িতে না বলে।
বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে সদর থানার ওসি মশিউর রহমান সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের ব্যাপারে প্রয়োজনীয় সব স্থানে মেসেজ পাঠানো হয়েছে। মাদ্রাসা ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ