X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নড়াইল জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটি বাতিলের আল্টিমেটাম

নড়াইল প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১১:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১১:৫০

জাতীয় পার্টি নড়াইল জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়ে জাপার চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কাছে লিখিতভাবে জানিয়েছেন জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শরীফ মুনীর হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী। নবগঠিত কমিটি ওই তারিখের (৩১জুলাই) মধ্যে বাতিল করা না হলে গণ পদত্যাগের হুমকি দিয়েছেন নেতারা। এছাড়া জেলা কমিটির বিতর্কিত সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ও সাধারণ সম্পাদক মিল্টন মোল্যাসহ পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়কে দলীয় পদ ও দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

লিখিত অভিযোগে জানা গেছে, দুর্নীতিবাজ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়ের সুপারিশে জেলায় বিতর্কিত ফায়েকুজ্জামান ফিরোজকে সভাপতি ও মিল্টন মোল্যাকে সাধারণ সম্পাদক করে গত ৪ জুলাই জেলা জাপা’র কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জেলা, উপজেলা ও পৌরসভার প্রবীণ ও ত্যাগী কোনও নেতা-কর্মীকে রাখা হয়নি। বিতর্কিত ও অপরিচিত লোকদেরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত ফিরোজ তার অসদাচরন ও নানা অপকর্মের কারণে বিগত নড়াইল পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাত্র ৮৬ ভোট পেয়েছিলেন।

এ কারণে জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটি বাতিল না করা হলে অন্যথায় গণপদত্যাগ করা হবে জানিয়ে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমীন হাওলাদারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। জেলা কমিটির সাবেক সভাপতি শরীফ মুনীর হোসেন ছাড়াও ওই চিটিতে স্বাক্ষর করেছেন জেলা জাপার সহ-সভাপতি ও লোহাগড়া উপজেলা জাপার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মফিজুর রহমান, জেলা জাপার সহ-সভাপতি ও কালিয়া উপজেলা জাপার সভাপতি মেজর (অব.) রুহুল কুদ্দুস, জেলা জাপার সহ-সভাপতি অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, কালিয়া উপজেলা জাপার সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মো. ফসিয়ার রহমান, জেলা যুবসংহতির সভাপতি সৈয়দ শমসের আলীসহ অনেকে।

এ ব্যাপারে জাতীয় পার্টির জেলা সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, ‘পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জেলা জাপার কমিটি গঠিত হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত ৪জুলাই কমিটির অনুমোদন দিয়েছেন। কাঙ্ক্ষিত পদ না পেয়ে কেউ কেউ বর্তমান কমিটির সভাপতি-সম্পাদকসহ পার্টির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা সমালোচনা করে বেড়াচ্ছেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?