X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

খুলনায় ঐক্যফ্রন্টের কর্মীদের হয়রানির অভিযোগ

খুলনা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:২৫

খুলনায় বিএনপির সংবাদ সম্মেলন খুলনা-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল অভিযোগ করেছেন, খুলনা জেলাসহ বিভাগের ৩৫টি আসন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা অরাজকতা সৃষ্টি করছে। প্রতিনিয়ত সভা-সমাবেশ ঘিরে ভীতি সৃষ্টি, হামলা ও হয়রানি, বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনের ময়দান থেকে সরিয়ে দিতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব অভিযোগ করেন। সেখানে নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, ‘গায়েবি মামলাগুলোর দ্রুত চার্জশিট দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে নির্বাচনি মাঠ ফাঁকা করার কৌশল নিয়েছে আওয়ামী লীগ। পুলিশ প্রশাসনকে এ ধরনের নির্দেশনা দেওয়ার পর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের সভায় রাজনৈতিক মামলাগুলোর দ্রুত চার্জশিট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি সিইসিকে অবহিত করে এ ধরনের চক্রান্ত যাতে বাস্তবায়ন করতে না পারে সে জন্য ব্যবস্থা নিতে রিটার্নিং অফিসারকে লিখিত দেয়া হয়েছে। কেএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বৈঠক করেছেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগের সব মিথ্যা মামলার দ্রুত চার্জশিট দিয়ে বিএনপির প্রার্থী ও সব সিনিয়র নেতাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা বের করে সবাইকে আটক করে কারাগারে পাঠাতে হবে। তাহলেই নির্বাচনি মাঠ থেকে বিএনপির নেতাকর্মীদের সরানো যাবে এবং সেই ফাঁকা মাঠে সরকারি দলের প্রার্থীকে জেতানো যাবে। এছাড়া নির্বাচনি তফসিল ঘোষণার আগেই মিথ্যা ষড়যন্ত্রমূলক গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করে, যার মধ্যে ১৭০ জন এখনও জেলা হাজতে আটক রয়েছেন। গত ২ দুদিনেও বিএনপির ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

রকিবুল ইসলাম বকুল অভিযোগ করেন, ‘আমার নির্বাচনি এলাকা খুলনা-৩ আসনের বিএনপির নেতাকর্মীরা নির্যাতন-গ্রেফতার আতঙ্কে এলাকা ছাড়ছেন। গত কয়েক দিনের ব্যবধানে আওয়ামী দুর্বৃত্তদের আক্রমণে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মামলা ছাড়াই বিনা ওয়ারেন্টে পুলিশ এদের গ্রেফতার করেছে। হুমকি-ধমকি, নির্যাতন, অগ্নিসংযোগ, গ্রেফতার আতঙ্কে তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মাঝে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।’

বিএনপি নেতাদের এই অভিযোগের বিষয়ে খুলনার রিটার্নিং অফিসার মো. হেলাল হোসেন বলেন, ‘বিএনপির করা সব অভিযোগই তদন্ত করা হচ্ছে। পাশাপাশি বিএনপির বিরুদ্ধেও করা অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মিডিয়া উইং প্রধান এডিসি সোনালী সেন বলেন, ‘বিএনপির অভিযোগ সঠিক না। পুলিশ কাউকে হয়রানি করছে না।’

খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ বলেন, ‘বিএনপি এখন মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ করছে। খুলনার ৬টি আসন এলাকার কোথাও বিএনপি নেতাকর্মীদের হামলা করার নিদর্শন নেই। বরং বিএনপি কর্মীরাই ফুলতলা ও কয়রায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগ করেছে। সে দায় এড়াতে এখন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী